দর্জিবাড়ীকে প্রযুক্তি বাড়িতে রূপান্তর করা হবে

১৭ মে, ২০২৫  
১৭ মে, ২০২৫  
দর্জিবাড়ীকে প্রযুক্তি বাড়িতে রূপান্তর করা হবে

ব্যতিক্রমী আয়োজনে ঢাকায় পালিত হচ্ছে আন্তর্জাতিক টেলিকম ও তথ্যসংঘ দিবস। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে দিবসটি উপলক্ষে দেশের টেলিকম খাতের সক্ষমতা এবং এতে তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণ দিয়েছে নতুন মাত্রা।

একইভাবে উদ্বোধনীতে বিটিআরসি’র ই-লাইসেন্স চালু ও জুলাই অভ্যুত্থানে দৃষ্টি হারানো ৫ ব্যক্তিকে দেয়া হয়েছে সোনার প্রযুক্তির ডিজিটাল স্টিক কিং- ‘আভাস’। পুরস্কৃত করা হয়েছে এই খাতে বিগত এক বছরে বিশেষ অবদান রাখা বিজয়ী ৫টি দল এবং আন্তর্জাতিক ভাবে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৪টি দল, তিনটি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ক্যাটাগরিতে ৩টি সহ মোট ১০টি পুরস্কার দেয়া হয়। 

বিটিআরসি সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব জহিরুল ইসলাম ও বিটিআরসি চেয়ারম্যান অব. মেজর জেনারেল এমদাদ উল বারী উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য-প্রযুক্তিতে নারীর সমতায়ন নিশ্চিত করতে দেশের প্রতিটি দর্জিবাড়ি-কে প্রযুক্তি বাড়িতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আ হমদ তৈয়্যব। এজন্য আগের শি-প্রকল্পের সঙ্গে সবুজপাতা নামে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে।  

তিনি বলেছেন, আমাদের গ্রামের মেয়েরা এখনো কাপড় বিক্রি কিংবা বানানো নিয়ে ব্যস্ত থাকে। আমারা তাদের প্রযুক্তিতে দক্ষ করতে চাই। এজন্য শি-প্রকল্পের পাশাপাশি সবুজপাতা নামে একটি প্রকল্প নেয়া হয়েছে।  ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জে নারী উদ্যোক্তা ও কর্মীদের প্রাধান্য দেওয়া হবো। সবুজ পাতা নামের যে উদ্যোগ সেখানেও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সাইবার স্পেসে নারীদের সুরক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের আইসিটি খাতে নারীদের আরও বেশি সম্পৃক্ত করতে সরকার কাজ করছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনটি কয়েক সপ্তাহের মধ্যে পাস হবে। তখন সাইবার স্পেসে নারীদের সুরক্ষা দিতে সক্ষম হবো।