বঙ্গতে ‘ফ্যাঁকড়া’; আইস্ক্রিনে ‘আজব কারখানা’

দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এখন আসিফ চৌধুরীর নির্মিত থ্রিলার সিরিজ ‘ফ্যাঁকড়া’ ও আইস্ক্রিনে দেখা যাচ্ছে শবনম ফেরদৌসীর লোকগানভিত্তিক সিনেমা ‘আজব কারখানা’। সপ্তাহের শেষ দিন অপর ওটিট প্লাটফর্ম চরকিতে মুক্তি পাবে গুলমোহর।
ওটিটি বঙ্গতে গত ৮ মে থেকে চলছে ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’ । সিরিজটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম, পার্থ শেখ, সারাহ আলম, নিদ্রা দে নেহাসহ অনেকে।
সিরিজের গল্পে দেখা গেছে প্রেমিকা গোলাপীকে পেতে প্রচুর অর্থের প্রয়োজন সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুদের সহায়তা চায় সে। একসময় সবাই মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাই করার সময় ভুলবশত খুন হয়ে যায় এক নারী। সব ওলটপালট হয়ে যায়। প্রতিশোধ নিতে তাদের পিছু নেয় সেই নারীর স্বামী। পুলিশও খুঁজতে থাকে তাদের। বাঁচার চেষ্টায় ছুটতে থাকে অপরাধীরা। প্রতিটি পদক্ষেপে জড়িয়ে পড়ে আরও বিপদে, বিভ্রান্তি আর দুর্বলতায়।
অপরদিকে শবনম ফেরদৌসী পরিচালিত 'আজব কারখানা' সিনেমাটি প্রেক্ষাগৃহে আসে গত বছরের ১২ জুলাই। সিনেমাটি ৮ মে থেকে দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
এতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান।
রাজীব নামের এক রকস্টারের জীবন নিয়ে চিত্রনাট্য তৈরি হয়েছে। দেশব্যাপী তার নাম ও ক্রেজ। তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয় সে। তবে সারা দিন মদ পান করে এই রকস্টার। স্ত্রী সন্তান থাকলেও গার্লফ্রেন্ড নিয়ে সময় কাটায়, সাঁতার কাটে, লং ড্রাইভে যায়। রাজিবকে একটা টেলিভিশন চ্যানেল থেকে লোকসংগীতভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব দেওয়া হয়। রাজিব প্রথমে রাজি না হলেও তাকে রাজি করায় প্রযোজক। বাউলদের সঙ্গে কথা বলার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় তাকে। গ্রামবাংলার বাউলশিল্পীদের সংস্পর্শে এসে জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে রাজীব। রক গান বাদ দিয়ে শুরু করেন লোকগান।
অপরদিকে চরকির ফেসবুক পেজে একের পর এক টিজার প্রকাশ হচ্ছে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী-এর চরকি অরিজিনাল সিরিজ 'গুলমোহর'।