রেল ব্লকেড শিথিল করে বৈঠকে বসছে আন্দোলনকারীরা

১৭ এপ্রিল, ২০২৫  
১৭ এপ্রিল, ২০২৫  
রেল ব্লকেড শিথিল করে বৈঠকে বসছে আন্দোলনকারীরা

ছয় দফা দাবি আদায়ে দেশজুড়ে পূর্ব ঘোষিত রেল ব্লকেড কর্মসূচি শিথিল রেখে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে এবং শিক্ষা উপদেষ্টার আহবানে বৈঠকে বসছেন আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে এক ভিডিও বার্তায় এ কথা জানান কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম ও জুবায়ের পাটোয়ারী। 

ভিডিও বার্তায়, ‘বৈঠকের উপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে’ বলে জানানো হয়।

ভিডিও বার্তায় মাসফিক ইসলাম বলেন, ‘বৈঠকে ছয় দফাসহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। বৈঠক চলাকালীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কর্মসূচি স্থগিত থাকবে।’ 

জুবায়ের পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশের তৃতীয় পক্ষ এবং বিভিন্ন কুচক্রী মহল আমাদের আন্দোলনকে বিতর্কিত এবং ব্যবহার করার চেষ্টা করছে। আপনারা আগামীকাল সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। যারা আপনাদের অনৈতিক কান্ডে লিপ্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান স্পষ্ট করবেন। আমরা এই সরকারের বিপক্ষে নই, আমরা সরকারকে সহযোগিতা করে আন্দোলনকে বাস্তবায়ন করবো।’