১০ বিলিয়ন ডলারের শেয়ার বাইব্যাক কর্মসূচি ঘোষণা ব্রডকমের

যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান ব্রডকম ২০২৫ সালের শেষ পর্যন্ত ১০ বিলিয়ন ডলারের শেয়ার বাইব্যাক কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার এই ঘোষণা দেওয়ার পর প্রসারিত লেনদেনে কোম্পানিটির শেয়ার প্রায় ৩ শতাংশ বেড়ে যায়। খবর রয়টার্স।
ব্রডকমের প্রধান নির্বাহী হক ট্যান জানান, সেমিকন্ডাক্টর এবং অবকাঠামোগত সফটওয়্যার ব্যবসায় আস্থা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট বিনিয়োগেও কোম্পানিটি এগিয়ে রয়েছে।
প্রায় ৭২৫ বিলিয়ন ডলারের বাজারমূল্যের ব্রডকম গত মাসে দ্বিতীয় প্রান্তিকে শক্তিশালী আয়ের পূর্বাভাস দিয়েছিল। তারা জানায়, নতুন গ্রাহকের সংযুক্তির সম্ভাবনা রয়েছে, যা রাজস্ব বাড়াতে সাহায্য করবে।
এনভিডিয়ার ব্যয়বহুল চিপের বিকল্প হিসেবে ব্রডকমের কাস্টম এআই চিপের চাহিদা বাড়ছে, বিশেষ করে ক্লাউড কোম্পানিগুলোর মধ্যে।
ডিবিটেক/বিএমটি