জাতীয় নিরাপত্তা সংস্থা ও সাইবার কমান্ড প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও সাইবার কমান্ডের প্রধান টিমোথি হগকে বরখাস্ত করেছেন। হগ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এনএসএর দায়িত্ব গ্রহণ করেছিলেন। খবর টেকক্রাঞ্চ।
বার্তা সংস্থা ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ডানপন্থী কর্মী লরা লুমারের পরামর্শে হগসহ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এনএসএর ডেপুটি ডিরেক্টর ও শীর্ষস্থানীয় বেসামরিক নেতা ওয়েন্ডি নোবলকেও অপসারণ করা হয়েছে।
এই বরখাস্তের কারণে সংস্থাগুলোর নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডিপার্টমেন্ট অব ডিফেন্স বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস-চেয়ার মার্ক ওয়ার্নার এই সিদ্ধান্তকে "বিস্ময়কর" বলে মন্তব্য করেছেন এবং বলেছেন, "যুক্তরাষ্ট্রের সাইবার হুমকির সময় এই ধরনের পদক্ষেপ নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করে।"
ডিবিটেক/বিএমটি