যৌথভাবে চিপ উৎপাদনে যাচ্ছে ইন্টেল ও টিএসএমসি

সেমিকন্ডাক্টর জায়ান্ট ইন্টেল ও তাইওয়ানের টিএসএমসি যৌথভাবে চিপ উৎপাদন উদ্যোগ চালু করতে যাচ্ছে। দ্য ইনফরমেশনের প্রতিবেদনে জানানো হয়েছে, উভয় প্রতিষ্ঠান একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে, যার মাধ্যমে ইন্টেলের চিপ উৎপাদন কারখানাগুলো যৌথভাবে পরিচালিত হবে। খবর টেকক্রাঞ্চ।
এই নতুন উদ্যোগে টিএসএমসির ২০ শতাংশ মালিকানা থাকবে। তবে অর্থ বিনিয়োগের পরিবর্তে টিএসএমসি তাদের চিপ উৎপাদন পদ্ধতি ইন্টেলের কর্মীদের সঙ্গে শেয়ার করবে এবং তাদের প্রশিক্ষণ দেবে বলে জানানো হয়েছে।
ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টায় এ আলোচনা শুরু হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ইন্টেলের পুনরুদ্ধার প্রচেষ্টাকে উৎসাহিত করা। সম্প্রতি ইন্টেলের নির্বাহীরা ব্যাপক ছাঁটাই নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
এই উদ্যোগের ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন এক মাসেরও কম সময় আগে বিনিয়োগকারী ও উদ্যোক্তা লিপ-বু তান ইন্টেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন। সেই সময় তান জানিয়েছিলেন, তিনি কোম্পানিতে বড় ধরনের পরিবর্তন আনতে চান।
এই যৌথ উদ্যোগ ইন্টেলের চিপ উৎপাদন দক্ষতা বাড়াতে এবং প্রতিযোগিতামূলক বাজারে স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি