টিকটক চুক্তি অনুমোদন করলে চীন শুল্কে ছাড় পেতে পারে: ট্রাম্প

৪ এপ্রিল, ২০২৫  
৪ এপ্রিল, ২০২৫  
টিকটক চুক্তি অনুমোদন করলে চীন শুল্কে ছাড় পেতে পারে: ট্রাম্প

টিকটক চুক্তি অনুমোদন করলে চীন শুল্কে ছাড় পেতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীন যদি টিকটকের বিক্রির চুক্তি অনুমোদন করে, তবে তারা যুক্তরাষ্ট্রের শুল্কে ছাড় পেতে পারে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার কথা বলার সময় ট্রাম্প টিকটককে একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন, যা দেখায় কিভাবে শুল্ক ব্যবহার করে অন্য দেশগুলোর সঙ্গে চুক্তি করা সম্ভব।

তিনি বলেন, "টিকটক নিয়ে এমন পরিস্থিতি হয়েছে, যেখানে চীন হয়তো বলবে, 'আমরা চুক্তি অনুমোদন করবো, তবে শুল্ক নিয়ে কিছু করতে হবে।'" ট্রাম্প আরও বলেন, "আমরা শুল্ক ব্যবহার করে কিছু প্রতিদান পেতে পারি।"

এদিকে, টিকটককে ৫ এপ্রিলের মধ্যে একটি চুক্তি করতে হবে, যাতে এটি একটি অ-চীনা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা যায়, নাহলে এটি যুক্তরাষ্ট্র থেকে নিষিদ্ধ হতে পারে। ট্রাম্প দাবি করেছেন, তার প্রশাসন টিকটক চুক্তি নিয়ে "খুব কাছাকাছি" পৌঁছেছে এবং এতে অনেক বিনিয়োগকারীও যুক্ত রয়েছেন।

 এটি বলা যায়, যে দিন তিনি এই মন্তব্য করেছেন, সেই দিনই ট্রাম্প যুক্তরাষ্ট্রে সমস্ত আমদানির উপর ১০% মৌলিক শুল্ক আরোপের ঘোষণা দেন। এছাড়া কিছু বড় বাণিজ্যিক অংশীদারের উপর উচ্চ শুল্ক আরোপ করার কথাও বলেন। বর্তমানে চীনের পণ্যের উপর ৫৪% শুল্ক আরোপিত রয়েছে। অবশ্য টিকটক এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।