আকাশ পথে চাপ বেড়েছে ঢাকা ও কক্সবাজারে

৩ এপ্রিল, ২০২৫  
৪ এপ্রিল, ২০২৫  
আকাশ পথে চাপ বেড়েছে ঢাকা ও কক্সবাজারে

ঈদুল ফিতরের চতুর্থ দিনে আকাশপথে  রাজধানী ঢাকামুখী এবং পর্যটন নগরী কক্সবাজারে যাত্রীদের চাপ বেড়েছে। আগাম টিকিট যারা কেটেছিলেন তারাই বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিনভর আকাশ পথে যাতায়াত করেছেন।

এদিন বিকালে এয়ারলাইন্স সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এবার ঈদুল ফিতরের দীর্ঘ ৯ দিনের ছুটি মিলেছে। আগামী সপ্তাহে অফিসগুলো খুলবে। লম্বা ছুটি পেয়ে গ্রামে যাওয়া অনেকে আজ ফিরে আসছেন ঢাকায়। আবার কেউ কেউ ঢাকায় ফিরে ঘুরতে যাচ্ছেন কক্সবাজারে। দেশের অন্য জেলাগুলো থেকে সরাসরি কক্সবাজার রুটে ফ্লাইট না থাকায় কেউ কেউ প্রথমে ঢাকা এসে পরে ফ্লাইট বদলে কক্সবাজার যাচ্ছেন। সবমিলে আজ আকাশপথে ঢাকায় ফেরার চাপ আছে। উত্তরের জেলা সৈয়দপুর ও রাজশাহী থেকে বিমানে ঢাকায় ফেরা বেশি লক্ষ্য করা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, ঢাকামুখী প্রতিটি রুটেই যাত্রীর চাপ রয়েছে। আমরা বিশেষ ফ্লাইটও পরিচালনা করছি। যারা আগাম টিকিট কেটেছেন তাদের জন্য সুবিধা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, আমাদের কক্সবাজার ‍রুটে আজ বাড়তি ফ্লাইট নেই। এরপরও যাত্রী চাপ রয়েছে। তবে ঢাকায় ফেরার যাত্রীর চাপ রয়েছে।