নিনটেন্ডো সুইচ ২ আসছে জুনে

আগামী ৫ জুন নিনটেন্ডো সুইচ ২ বাজারে আনার ঘোষনা দিয়েছে নিনটেন্ডো। হোম-পোর্টেবল সুইচ গেমিং ডিভাইসের উত্তরসূরী হিসেবে এই ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪৯ দশমিক ৯৯ ডলার। জাপানে এর মূল্য হবে ৪৯,৯৮০ ইয়েন (প্রায় ৩৩৪.০৯ ডলার) এবং বহু-ভাষা সংস্করণের জন্য ৬৯,৯৮০ ইয়েন। খবর রয়টার্স।
নতুন সুইচ ২-তে বড় এবং উন্নত পর্দাসহ মাউস ফাংশন থাকবে। গেমের তালিকায় থাকছে "মারিও কার্ট ওয়ার্ল্ড"।
বাজার বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যের কারণে প্রথমে কিছুটা প্রতিক্রিয়া দেখা দিলেও বিক্রির চাপ বাড়তে পারে। নিনটেন্ডো সুইচ ২০১৭ সালে ২৯৯.৯৯ ডলারে বাজারে আসার পর থেকে ১৫ কোটি ইউনিট বিক্রি হয়েছে।
বিশ্লেষকরা আশা করছেন, প্রথম বছরে নিনটেন্ডো ১ কোটি ইউনিটের বেশি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ডিবিটেক/বিএমটি