রিলসে ভিডিও গতি বাড়ানোর ফিচার আনলো ইনস্টাগ্রাম

মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম এবার টিকটকের আরেকটি ফিচার নকল করেছে। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা রিলস ভিডিও ২ গুণ গতিতে চালাতে পারবেন। ডান বা বাম পাশে দীর্ঘক্ষণ চাপ দিলে ভিডিওর গতি বৃদ্ধি পাবে। খবর টেকক্রাঞ্চ।
টিকটকের মতোই ইনস্টাগ্রাম রিলসও প্রথমে ১৫ সেকেন্ডের ভিডিও পোস্টের অনুমতি দিত। বর্তমানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩ মিনিট দীর্ঘ ভিডিও শেয়ার করতে পারেন। দ্রুত ভিডিও দেখার অভ্যাস তৈরি হওয়ার কারণে ইনস্টাগ্রামও ভিডিও দ্রুত দেখার বিকল্প যোগ করেছে।
এই ফিচারের মাধ্যমে দীর্ঘ ভিডিওর শেষ পর্যন্ত দেখার সম্ভাবনা বাড়বে, যা ব্যবহারকারীদের ছোট ছোট বিনোদনমূলক ভিডিও দেখার অভ্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। ইনস্টাগ্রামের এই ফাস্ট-ফরওয়ার্ড ফিচারটি টিকটকের ভিডিও গতি বাড়ানোর ফিচারের মতোই।
ডিবিটেক/বিএমটি