২০২৫ অর্থবছরে ডেলের কর্মীসংখ্যা ১০% হ্রাস পেয়েছে

২০২৫ অর্থবছরে কর্মীসংখ্যা ১০% কমেছে বলে জানিয়েছে ডেল টেকনোলজিস। মঙ্গলবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে কোম্পানিটি জানায়, ৩১ জানুয়ারি পর্যন্ত তাদের কর্মীসংখ্যা প্রায় ১ লাখ ৮ হাজারে নেমে এসেছে, যা আগের বছরের ১ লাখ ২০ হাজার থেকে কম। ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে কোম্পানিটি নিয়োগ সীমিত করেছে এবং কর্মী পুনর্বিন্যাস চালিয়ে যাচ্ছে। খবর রয়টার্স।
তবে ডেল জানিয়েছে, তারা বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক নীতিগুলো বজায় রাখবে। কোম্পানির প্রতিবেদনে বলা হয়েছে, "আমরা সমান কর্মসংস্থানের সুযোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক নীতি বাস্তবায়ন অব্যাহত রাখব, যা ডেল টেকনোলজিসের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।"
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) নীতিকে বৈষম্যমূলক বলে অভিহিত করেছেন এবং এই উদ্যোগগুলো আইন লঙ্ঘন করছে কি না, তা তদন্তের জন্য বিচার বিভাগকে আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে মেটা ও অ্যালফাবেট তাদের ডিইআই কর্মসূচি বাতিল করেছে।
ডেল ২০২৪ অর্থবছরেও তাদের কর্মীসংখ্যা প্রায় ৫% কমিয়েছিল।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কোম্পানিটি পূর্বাভাস দিয়েছিল যে, কৃত্রিম বুদ্ধিমত্তার সার্ভার নির্মাণ ব্যয়ের কারণে ২০২৬ অর্থবছরে তাদের সমন্বিত মোট মুনাফার হার কমতে পারে। এআই সার্ভার বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে কোম্পানিটি উচ্চ ব্যয়ের চাপে রয়েছে।
ডিবিটেক/বিএমটি