প্রাক-বাজেট আলোচনায় ২৩ প্রস্তাব পেশ করেছে অ্যামটব

১৯ মার্চ, ২০২৫  
১৯ মার্চ, ২০২৫  
প্রাক-বাজেট আলোচনায় ২৩ প্রস্তাব পেশ করেছে অ্যামটব

মোবাইল ফোনের সিম কার্ড ও ভার্চুয়াল সিম বা ই-সিম সরবরাহে আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং রিটার্ন দাখিলের প্রত্যয়নপত্র জমা দিতে ব্যর্থতা হলে ৫০ শতাংশ হারে অতিরিক্ত কর প্রত্যাহারের মতো আয়কর ও মূসক নিয়ে রাজস্ব বোর্ড-কে ২৩টি প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলোর সংগঠন অ্যামটব।

 আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব বোর্ড ভবনে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব রাখা হয়েছে। বুধবার সংগঠনটির পক্ষ থেকে এ নিয়ে পাঠানো বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তিতে  অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) মহাসচিব অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার বলেছেন, “একটি জরুরি সেবা হওয়া সত্ত্বেও বাংলাদেশের মোবাইল শিল্পকে খাতওয়ারি কর প্রদান করতে হয় এবং বৈশ্বিক বিবেচনায় আমরাই সবচেয়ে বেশি কর প্রদান করি। তদুপরি সরকার প্রায় প্রতি বছর এই খাতে কর বৃদ্ধি করে আসছে যার বিরূপ প্রভাব গ্রাহকদের উপর পড়ছে।”

তার দাবি, “কর বৃদ্ধির কারণে গত বছরের মাঝামাঝি থেকে দেশে উল্লেখযোগ্যভাবে মোবাইল ও ইন্টারনেট গ্রাহক আশংকাজনকভাবে হ্রাস পেয়েছে, যা অব্যাহত রয়েছে।”

আগামী অর্থবছরের বাজেট সামনে রেখে এমটব যেসব প্রস্তাব দিয়েছে সরকার সেগুলো বিবেচনায় নেবে এবং এই খাতে কর যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অ্যামটবের প্রস্তাবে বলা হয়েছে, সিম কার্ড সরবরাহে আরোপিত ভ্যাট অপসারণ করা হলে গ্রামাঞ্চলে মোবাইল ফোন সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে, কার্যত যা সরকারের দেশকে ডিজিটালাইজ করার লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া মোবাইল টেলিযোগাযোগ শিল্পখাতের উন্নয়ন নিশ্চিত করবে।

এ জন্য ই-সিমসহ ও সিম কার্ড সরবরাহের উপর ধার্য্য ভ্যাট অপসারণের প্রস্তাব দিয়েছে মোবাইল অপারেটররা।