বার্সেলোনায় এআই ইকোসিস্টেম পণ্য উন্মোচন করলো টেকনো

এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নিজেদের এআই ইকোসিস্টেমের পণ্য উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। এই ইকোসিস্টেমে রয়েছে ক্যামন স্মার্টফোন সিরিজ, স্পার্ক স্লিম, ফ্যান্টম আলটিমেট ২ ট্রাই-ফোল্ড, টেকনো এআই গ্লাসেস প্রো ও মেগাবুক এস১৪।
এর মধ্যে ১৪ ইঞ্চি ওএলইডি ল্যাপটপ মেগাবুক এস১৪ এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে হালকা গড়নের পিসি। ২.৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লের এই ল্যাপটপে বিশ্বের প্রথম স্বনির্মিত এজ-সাইড লার্জ-স্কেল এআই মডেল ব্যবহার করা হয়েছে। একইসাথে, সর্বাধুনিক ইমেজিং প্রযুক্তি, ইন্টেলিজেন্ট ইন্টারেকশন এবং মসৃণ ও নান্দনিক ডিজাইনের কারণে টেকনো’র নতুন এআই গ্লাসেস সিরিজের মোবাইল ফোনে ব্যবহৃত হয়েছে ৫০ মেগাপিক্সেল হাই-ডেফিনেশন ক্যামেরা, ওভি৫০ডি সেন্সর সমন্বিত ১০০ ডিগ্রি আলট্রা-ওয়াইড-এঙ্গেল কাস্টম লেন্স। এছাড়াও এবারের আসরে ব্র্যান্ডটি এআই ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ সম্পন্ন ক্যামন ৪০ সিরিজ; বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন স্পার্ক স্লিম এবং ট্রাই-ফোল্ডিং প্রযুক্তির নিদর্শন হিসেবে ফ্যান্টম আল্টিমেট ২ ট্রাই-ফোল্ড উন্মোচন করেছে।
এর বাইরে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফ্যান্টম আলটিমেট ২ ট্রাই-ফোল্ড কনসেপ্ট স্মার্টফোন উন্মোচন করে টেকনো। ৬.৪৮-ইঞ্চি আউটার স্ক্রিন দিয়ে সজ্জিত এই ডিভাইসটি আনফোল্ডেড (সম্পূর্ণরূপে খোলা অবস্থায়) অবস্থায় ১০-ইঞ্চি পর্যন্ত (ইনার ডিসপ্লে) পর্যন্ত প্রসারিত করা যেতে পারে। এই ফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল বড় স্ক্রিন থাকা সত্ত্বেও ডিভাইসটি খুবই পাতলা, যা ভাঁজ বা ফোল্ড করলে মাত্র ১১ মিলিমিটারের ডিভাইসে পরিণত হয়।
টেকনো বাংলাদেশের পক্ষ থেকে জানা হয়েছে, চাহিদা বিবেচনায় ক্যামন ৪০ সিরিজটি খুব শিগগিরই দেশের বাজারে নিয়ে আসা হবে। এই সিরিজের ফোনগুলো পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়ামসহ অন্যান্য টেকসই উপকরণ দিয়ে তৈরি এই স্পার্ক স্লিম, যা পরিবেশবান্ধব প্রযুক্তির ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।