ভারতে স্টারলিঙ্কের সঙ্গে এয়ারটেলের চুক্তি

১১ মার্চ, ২০২৫  
১১ মার্চ, ২০২৫  
ভারতে স্টারলিঙ্কের সঙ্গে এয়ারটেলের চুক্তি

কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা চালু করতে মার্কন ধনকুবের ইলন মাস্কের স্টারলিঙ্ক এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে  ভারতের বহুজাতিক টেলিযোগাযোগ পরিষেবা প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল। 

মঙ্গলবার (১১ মার্চ) এই চুক্তির কথা জানিয়েছে কোম্পানিটি। চুক্তি অনুযায়ী প্রথম ভারতে স্টারলিঙ্কের পরিষেবা চালুর পথ উন্মুক্ত হলো।  এ ব্যাপারে ভারতী এয়ারটেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ভাইস চেয়ারম্যান গোপাল ভিত্তাল বলেন, ‘ভারতে এয়ারটেল গ্রাহকদের স্টারলিঙ্ক অফার করার জন্য স্পেসএক্সের সঙ্গে কাজ করা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই চুক্তি পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট সংযোগের প্রতি আমাদের প্রতিশ্রুতি আরও স্পষ্ট করে তোলে।’

স্টারলিংক ও ভারতী এয়ারটেলের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী, স্টারলিঙ্কের নানান সামগ্রী সম্ভবত এয়ারটেলের স্টোরগুলোতেও পাওয়া যাবে। এ ছাড়া স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবাও ভারতে আনছে এয়ারটেল। গ্রামের স্কুলে ইন্টারনেট নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে স্টারলিঙ্কের। শুধু স্কুল নয়, স্বাস্থ্যকেন্দ্র ও প্রান্তিক জায়গাতেও যাতে ইলন মাস্কের স্টারলিঙ্ক পৌঁছে যায়, তার পরিকল্পনা রয়েছে এয়ারটেলের।  

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এয়ারটেলের নেটওয়ার্ককে কীভাবে কাজে লাগাতে পারে স্টারলিঙ্ক, তার উপায়ও খোঁজা হবে এই চুক্তিতে। এ ছাড়া ভারতে স্টারলিঙ্ক এয়ারটেলের পরিকাঠামো ব্যবহার করে কীভাবে এগোতে পারে, সেই পরিকল্পনাও চুক্তিতে থাকছে। 

স্যাটেলাইট ইন্টারনেটের ক্ষেত্রে ইতিমধ্যেই ইউটেলস্যাট ওয়ানওয়েবের সঙ্গে কাজ করেছে এয়ারটেল। এবার স্টারলিঙ্ক যোগ হলে প্রান্তিক এলাকাতে যেখানে ইন্টারনেটের অবস্থা খারাপ, সেখানে এয়ারটেল নিজের পরিষেবার ব্যবসায়িক কার্যক্রম বাড়াতে পারবে।