এআই ফিচার নিয়ে স্যামসাং গ্যালাক্সি এ৫৬ উন্মোচন

স্যামসাং তাদের বাজেট ফ্রেন্ডলি গ্যালাক্সি এ-সিরিজের নতুন ফোন উন্মোচন করেছে। গ্যালাক্সি এ৫৬, এ৩৬ ও এ২৬ মডেলগুলোতে উন্নত এআই-ভিত্তিক ছবি সম্পাদনার সুবিধা যুক্ত করা হয়েছে, যা আগে গ্যালাক্সি এস২৫ সিরিজে দেখা গিয়েছিল। খবর দ্য ভার্জ।
নতুন ফিচারের মধ্যে রয়েছে ‘বেস্ট ফেস’, যা এক ফ্রেমে পাঁচজনের মুখের অভিব্যক্তি পরিবর্তনের সুযোগ দেবে। এছাড়া উন্নত অবজেক্ট রিমুভাল টুল ও গুগলের সার্কেল টু সার্চ ফিচারও যুক্ত করা হয়েছে। ফোনগুলো ছয় বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবে।
নকশায় কিছু পরিবর্তন এনে তিনটি মডেলেই ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। গ্যালাক্সি এ৫৬-তে এক্সিনস ১৫৮০ চিপ, ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ব্যাটারি ৫,০০০ এমএএইচ, তবে এ৫৬ ও এ৩৬-এ ৪৫ ওয়াট চার্জিং সমর্থন করবে।
গ্যালাক্সি এ৫৬-এর মূল্য ৪৯৯ ডলার, যা যুক্তরাষ্ট্রে এই বছরই বাজারে আসবে। এ৩৬ ও এ২৬ যথাক্রমে ৩৯৯ ও ২৯৯ ডলার মূল্যে ২৬ ও ২৮ মার্চ উন্মুক্ত হবে। যুক্তরাজ্যে এই ফোনগুলো ১৯ মার্চ থেকে পাওয়া যাবে।
ডিবিটেক/বিএমটি