ডেভেলপারদের জন্য ৭৫% পর্যন্ত মূল্যছাড় দিলো ডিপসিক

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ ডিপসিক তাদের এআই মডেল ব্যবহারের জন্য ডেভেলপারদের জন্য অফ-পিক সময়ের মূল্য ৭৫% পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে। বুধবার কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত এক তথ্য অনুযায়ী, এই মূল্যছাড় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে চীন ও বৈশ্বিক বাজারে। খবর রয়টার্স।
হাংজো ভিত্তিক এই প্রতিষ্ঠান জানিয়েছে, জিএমটি সময় ১৬:৩০ থেকে ০০:৩০ পর্যন্ত তাদের এপিআই ব্যবহার করার খরচ উল্লেখযোগ্য হারে কমানো হবে। আর১ মডেলের ক্ষেত্রে ৭৫% এবং ভি৩ মডেলের জন্য ৫০% মূল্যছাড় দেওয়া হবে।
যদিও কোম্পানিটি এই সময়কে "অফ-পিক" বলে উল্লেখ করেছে, তবে এটি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কার্যদিবসের সাথে মিলে যায়। ফলে, এই অঞ্চলে ডিপসিকের সাশ্রয়ী এআই মডেল প্রযুক্তি খাতে ব্যাপক প্রভাব ফেলতে পারে।
ডিপসিকের কম খরচের মডেল গত মাসে বৈশ্বিক ইকুইটি বাজারে বড় ধরনের বিক্রির ঢেউ তোলে, কারণ বিনিয়োগকারীরা উদ্বিগ্ন ছিলেন যে এটি এআই বাজারের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
এর আগে, গত মে মাসে প্রতিষ্ঠানটি ভি২ মডেল উন্মোচনের মাধ্যমে চীনের এআই বাজারে মূল্যে প্রতিযোগিতা শুরু করে। সাম্প্রতিক আর১ মডেলের সাফল্যের পর, ডিপসিক দ্রুত এর উত্তরসূরি মডেল আনার পরিকল্পনা করছে।
ডিপসিকের এই মূল্যছাড়ের ফলে ওপেনএআই তাদের চ্যাটজিপিটি সেবার দাম কমিয়েছে, আর গুগল তাদের জেমিনি এআই-এর জন্য ডিসকাউন্টেড সাবস্ক্রিপশন চালু করেছে।
ডিবিটেক/বিএমটি