স্বতন্ত্র অ্যাপে আসছে রিলস

২৭ ফেব্রুয়ারি, ২০২৫  
২৭ ফেব্রুয়ারি, ২০২৫  
স্বতন্ত্র অ্যাপে আসছে রিলস

ইনস্টাগ্রাম তাদের শর্ট ভিডিও ফিচার 'রিলস'কে আলাদা অ্যাপ হিসেবে চালুর পরিকল্পনা করছে। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এ বিষয়ে কর্মীদের জানিয়েছেন বলে তথ্যসূত্রের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ইনফরমেশন। খবর রয়টার্স।

মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম, যুক্তরাষ্ট্রে টিকটকের অনিশ্চিত অবস্থানকে কাজে লাগিয়ে টিকটকের মতোই ভিডিও স্ক্রলিং অভিজ্ঞতা দিতে চায়। তবে মেটা এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে মেটা 'এডিটস' নামের একটি ভিডিও এডিটিং অ্যাপ উন্মোচন করে, যা টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের জনপ্রিয় অ্যাপ 'ক্যাপকাট'-এর প্রতিযোগী হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, মেটা ২০১৮ সালে ‘লাসো’ নামে একটি স্বতন্ত্র ভিডিও-শেয়ারিং অ্যাপ চালু করেছিল, যা টিকটকের প্রতিদ্বন্দ্বী হওয়ার লক্ষ্য নিয়েই বাজারে এসেছিল। তবে জনপ্রিয়তা না পাওয়ায় পরবর্তীতে সেটি বন্ধ করে দেওয়া হয়।

ডিবিটেক/বিএমটি