এআই ভিডিও-ইমেজ মডেল উন্মুক্ত করলো আলিবাবা

২৬ ফেব্রুয়ারি, ২০২৫  
২৬ ফেব্রুয়ারি, ২০২৫  
এআই ভিডিও-ইমেজ মডেল উন্মুক্ত করলো আলিবাবা

চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা তাদের ভিডিও ও ছবি তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ওয়ান ২.১ উন্মুক্ত করেছে। এতে এআই প্রযুক্তির প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।

বুধবার আলিবাবা ঘোষণা দেয় যে, তাদের নতুন মডেল মুক্ত সফটওয়্যার হিসেবে সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি লেখা ও ছবি থেকে ভিডিও ও ছবি তৈরি করতে সক্ষম। মডেলটির চারটি সংস্করণ – টিটুভি-১.৩বি, টিটুভি-১৪বি, আইটুভি-১৪বি-৭২০পি এবং আইটুভি-১৪বি-৪৮০পি – প্রকাশ করা হয়েছে, যেখানে "১৪বি" সংস্করণ ১৪ বিলিয়ন উপাদান বিশ্লেষণ করতে পারে, যা আরও নিখুঁত ফলাফল প্রদান করে।

আলিবাবার এই পদক্ষেপ ডিপসিক-এর আগের উদ্যোগের সঙ্গে মিলে যায়, যারা কম খরচের মুক্ত সফটওয়্যার এআই মডেল উন্মুক্ত করে প্রযুক্তি বিনিয়োগকারীদের মধ্যে আলোড়ন তোলে। বর্তমানে ওয়ান ২.১ আলিবাবা ক্লাউডের মডেলস্কোপ এবং হাগিংফেস প্ল্যাটফর্মে গবেষণা ও বাণিজ্যিক ব্যবহারের জন্য পাওয়া যাচ্ছে।

এদিকে, আলিবাবা তাদের নতুন যুক্তি নির্ণয় মডেল কিউডাব্লিউকিউ-ম্যাক্স-এর প্রাকদর্শন প্রকাশ করেছে, যা পরবর্তী পর্যায়ে মুক্ত সফটওয়্যার করা হবে। এছাড়া, মেঘ গণনা ও এআই অবকাঠামো উন্নয়নে আগামী তিন বছরে ৩৮০ বিলিয়ন ইউয়ান (৫২ বিলিয়ন ডলার) বিনিয়োগের পরিকল্পনাও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

ডিবিটেক/বিএমটি