২০০ বিলিয়ন ডলারের এআই ডেটা সেন্টার বানাবে মেটা

মেটা প্ল্যাটফর্মস তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকল্পের জন্য নতুন ডেটা সেন্টার ক্যাম্পাস নির্মাণের বিষয়ে আলোচনা করছে, যার সম্ভাব্য ব্যয় ২০০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে। মঙ্গলবার দ্য ইনফরমেশন-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মেটা যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা, ওয়াইয়োমিং বা টেক্সাসের মতো রাজ্যে এই ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা করছে এবং কোম্পানির শীর্ষ নির্বাহীরা ইতোমধ্যে সম্ভাব্য স্থানের পরিদর্শন করেছেন।
২০২২ সালে মাইক্রোসফট সমর্থিত ওপেনএআই-এর চ্যাটজিপিটি উন্মোচনের পর থেকে এআই প্রযুক্তিতে বিনিয়োগ ব্যাপকভাবে বেড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজনের প্রতিযোগিতায় নেমেছে।
তবে, মেটার এক মুখপাত্র এই প্রতিবেদনের সত্যতা অস্বীকার করে জানিয়েছেন, কোম্পানির ডেটা সেন্টার পরিকল্পনা ও মূলধনী ব্যয় সংক্রান্ত তথ্য ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং নতুন গুজব ছড়ানো হচ্ছে।
মেটার সিইও মার্ক জাকারবার্গ গত মাসে জানিয়েছিলেন, ২০২৫ সালে এআই অবকাঠামো সম্প্রসারণে কোম্পানিটি ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এর তুলনায়, মাইক্রোসফট ২০২৫ অর্থবছরে ডেটা সেন্টার উন্নয়নে ৮০ বিলিয়ন ডলার এবং আমাজন ২০২৪ সালের ৭৫ বিলিয়ন ডলারের চেয়ে বেশি ব্যয় করার পরিকল্পনা করছে।
ডিবিটেক/বিএমটি