পোশাক কিনতেও ছাড় পাবেন ‘কমলা’ সদস্যরা

চলতি বছরে সেবার ২০ বছর পূর্তি করছে টেলিকম অপারেটর বাংলালিংক। এরই অংশ হিসেবে নিজেদের অরেঞ্জ (কমলা) ক্লাবের সদস্যরা নির্দিষ্ট সময়ের জন্য আধুনিক পোশাকের ব্র্যান্ড রাইজে ২০ শতাংশ বিশেষ ছাড় পাবেন।
এছাড়াও, রাইজ -এর সব আউটলেটে অরেঞ্জ ক্লাবের মেম্বাররা অন্য সময় ১২ শতাংশ এক্সক্লুসিভ ডিসকাউন্ট উপভোগ করবেন।
মঙ্গলবার এ নিয়ে অপারেটরটির পক্ষ থেকে জানানো হয়, তেজগাঁওয়ে রাইজ -এর করপোরেট অফিসে সম্প্রতি এ নিয়ে সমঝোতা চুক্তি হয়েছে।
এসময় বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জাইন জামান ও লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার। রাইজ -এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মোশাররফ এবং ব্র্যান্ডটির রিটেইল অপারেশন ম্যানেজার মো. আরেফিন হক।