গুগল ড্রাইভে ভিডিওর স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপ্ট ও অনুসন্ধান সুবিধা চালু

গুগল ড্রাইভে ভিডিও ট্রান্সক্রিপ্ট দেখার ও অনুসন্ধানের নতুন সুবিধা চালু হয়েছে। সোমবার গুগল ঘোষণা করেছে যে, এখন থেকে ব্যবহারকারীরা তাদের আপলোড করা ভিডিওর ট্রান্সক্রিপ্ট দেখতে ও নির্দিষ্ট অংশ অনুসন্ধান করতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।
গত বছর গুগল ড্রাইভ স্বয়ংক্রিয় ক্যাপশন চালু করেছিল, আর এবার সরাসরি ভিডিওর ট্রান্সক্রিপ্ট দেখার সুবিধা যোগ করল। এর ফলে, ব্যবহারকারীদের আলাদা করে ট্রান্সক্রিপশন পরিষেবা ব্যবহার করতে হবে না।
নতুন এই ফিচারে ভিডিও চলার সময় পাশের সাইডবারে ট্রান্সক্রিপ্ট দেখা যাবে এবং চলমান সংলাপ হাইলাইট হবে। গুগল জানিয়েছে, এটি ব্যবহারকারীদের দ্রুত নির্দিষ্ট মুহূর্ত খুঁজে পেতে সাহায্য করবে এবং ভিডিওর বিষয়বস্তু সহজে বুঝতে সহায়তা করবে।
ভিডিওর ট্রান্সক্রিপ্ট দেখতে হলে, গুগল ড্রাইভে ভিডিও চালিয়ে নিচের ডানদিকে থাকা গিয়ার আইকনে ক্লিক করে "ট্রান্সক্রিপ্ট" অপশন নির্বাচন করতে হবে। তবে ভিডিওতে ক্যাপশন থাকা বাধ্যতামূলক। যদি "সিসি" আইকন সক্রিয় থাকে, তাহলে বোঝা যাবে ভিডিওতে ক্যাপশন রয়েছে।
ব্যবহারকারীরা ভিডিওতে ক্যাপশন যোগ করতে "ম্যানেজ ক্যাপশন ট্রাকস" অপশনে গিয়ে "জেনারেট অটোমেটিক ক্যাপশনস " বেছে নিতে পারবেন।
নতুন ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে গুগল ওয়ার্কস্পেস গ্রাহক, গুগল ওয়ার্কস্পেস ইন্ডিভিজুয়াল সাবস্ক্রাইবার এবং ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টধারীদের জন্য উন্মুক্ত করা হবে।
ডিবিটেক/বিএমটি