আয়ের নতুন রেকর্ড গড়লো টিকটক

২৫ ফেব্রুয়ারি, ২০২৫  
২৫ ফেব্রুয়ারি, ২০২৫  
আয়ের নতুন রেকর্ড গড়লো টিকটক

বিশ্বের জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ও এর চীনা সংস্করণ ডোওয়িন ২০২৪ সালে ৬ বিলিয়ন ডলার ইন-অ্যাপ কেনাকাটার (আইএপি) রাজস্ব অর্জন করেছে। নন-গেম অ্যাপ হিসেবে এটিই প্রথম এই মাইলফলক স্পর্শ করলো। খবর টেকক্রাঞ্চ।

অ্যাপ বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে টিকটক ১.৯ বিলিয়ন ডলার ইন-অ্যাপ কেনাকাটার রাজস্ব অর্জন করেছে। এই সময়ে ইউটিউব ও গুগল ওয়ানের সাবস্ক্রিপশন রাজস্ব ছাড়া অন্য কোনো নন-গেম অ্যাপ টিকটকের কাছাকাছিও যেতে পারেনি।

২০২৩ সালে টিকটকের ইন-অ্যাপ রাজস্ব ছিল ৪.৪ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গেমের ক্ষেত্রে সর্বোচ্চ আয় করা "মনোপলি গো" মাত্র ২.৬ বিলিয়ন ডলার রাজস্ব সংগ্রহ করেছে, যা টিকটকের তুলনায় অর্ধেকেরও কম।

তবে ডাউনলোডের দিক থেকে ২০২৪ সালের শেষ প্রান্তিকে টিকটক দ্বিতীয় স্থানে ছিল, যেখানে প্রথম অবস্থানে ছিল ইনস্টাগ্রাম। এরপর যথাক্রমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও তেমু অবস্থান নেয়।

এদিকে, মার্কিন বাজারে জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের সম্ভাব্য নিষেধাজ্ঞা ৭৫ দিনের জন্য পিছিয়ে দিয়েছেন। তবে ভবিষ্যতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি।

টিকটকের বিপুল রাজস্ব এই প্ল্যাটফর্মের ক্রিয়েটর ইকোনমির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ব্যবহারকারীরা তাদের পছন্দের কনটেন্ট ক্রিয়েটরদের ভার্চুয়াল উপহার কিনে দেন, যা নগদ অর্থে রূপান্তর করা যায়, তবে টিকটক প্রতিটি লেনদেন থেকে ৫০% কমিশন কেটে রাখে।

ডিবিটেক/বিএমটি