শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে ঢাকা ব্যাংকের সাথে ইউসিবিডি’র চুক্তি

২০ ফেব্রুয়ারি, ২০২৫  
২০ ফেব্রুয়ারি, ২০২৫  
শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে ঢাকা ব্যাংকের সাথে ইউসিবিডি’র চুক্তি

ঢাকা ব্যাংক পিএলসি-তে ইন্টার্নশিপ করার এবং ক্যারিয়ার সূচনার সুযোগ পাচ্ছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)থেকে স্নাতক করা শিক্ষার্থীরা।  এজন্য উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। রাজধানীর গুলশান অ্যাভিনিউতে অবস্থিত ইউসিবিডির প্রধান কার্যালয়ে এই চুক্তিটি হয়েছে বলে বৃহস্পতিবার জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়,  ঢাকা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের পক্ষে এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী মানস সিং সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ নিয়ে এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মানস সিং বলেন, “আমরা শুধুমাত্র বিশ্বমানের শিক্ষা প্রদানের প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ নই, পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অর্থবহ ক্যারিয়ার গঠনের সুযোগ নিশ্চিত করতেও বদ্ধপরিকর। ঢাকা ব্যাংক পিএলসি’র সাথে আমাদের অংশীদারিত্ব শিক্ষার্থী ও শিল্পখাতের মধ্যে দূরত্ব কমিয়ে কার্যকর সংযোগ তৈরি করবে। আমাদের এ উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে এগিয়ে যেতে ও উৎকর্ষ অর্জনে ভূমিকা রাখবে বলেই আমরা আশাবাদী।”
ঢাকা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, “আমরা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ও তাদের সহায়তাদানে বিশ্বাস করি। এ চুক্তির মাধ্যমে আমরা স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধিতে একযোগে কাজ করব, যেন তারা তাদের পেশাগত ক্ষেত্র, বিশেষ করে ব্যাংকিং ও আর্থিক খাতে সফলতা অর্জন করতে পারে।”