অবশেষে চালু হচ্ছে স্পটিফাইয়ের হাই-ফাই সেবা

Feb 18, 2025 - 11:25
Feb 18, 2025 - 11:25
অবশেষে চালু হচ্ছে স্পটিফাইয়ের হাই-ফাই সেবা

অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই অবশেষে তাদের উচ্চ-মানের সংগীত পরিষেবা হাই-ফাই চালু করতে যাচ্ছে।  প্রথমবার ২০১৭ সালে ফিচারটির ঘোষণা দেয়া হয়েছিলো। খবর ফোন এরিনা।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানা গেছে, প্রতিষ্ঠানটি নতুন একটি প্রিমিয়াম টিয়ার "মিউজিক প্রো" চালু করতে প্রস্তুতি নিচ্ছে, যেখানে উন্নতমানের অডিওর পাশাপাশি এআই-চালিত রিমিক্সিং টুল এবং কনসার্ট টিকিটের এক্সক্লুসিভ সুবিধা থাকবে।

প্রাথমিকভাবে, এই সেবার জন্য ব্যবহারকারীদের বিদ্যমান সাবস্ক্রিপশনের অতিরিক্ত ৫.৯৯ ডলার মাসিক ফি দিতে হতে পারে, যদিও চূড়ান্ত মূল্য নির্ধারণ এখনো হয়নি। স্পটিফাই বর্তমানে প্রধান সংগীত কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করার পাশাপাশি কনসার্ট টিকিট বিক্রির সুযোগ একীভূত করার পরিকল্পনা করছে।

স্পটিফাই এখনো আনুষ্ঠানিকভাবে এই নতুন সেবার ঘোষণা দেয়নি, তবে এটি ২০২৫ সালের মধ্যেই চালু হবে বলে আশা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি বর্তমানে নতুন গ্রাহক আকর্ষণ ও রাজস্ব বৃদ্ধির কৌশল হিসেবে বিভিন্ন নতুন পরিষেবা চালুর পরিকল্পনা করছে।

বর্তমানে অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক আনলিমিটেড এবং টাইডাল উচ্চ-মানের অডিও সেবা দিচ্ছে, যেখানে সাউন্ডক্লাউড রিমিক্সিং সুবিধা প্রদান করে। তবে ৬৭৫ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী এবং ২৫০ মিলিয়নের বেশি প্রিমিয়াম গ্রাহক নিয়ে স্পটিফাই এখনো অডিও স্ট্রিমিং শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

স্পটিফাই মিউজিক প্রো সেবাটি পর্যায়ক্রমে চালু করবে এবং সময়ের সঙ্গে নতুন ফিচার যুক্ত করবে, যা সংগীতপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা দেবে।

ডিবিটেক/বিএমটি