ইনফো সরকার প্রকল্পে লুটপাট হয়েছে

Feb 16, 2025 - 19:09
Feb 17, 2025 - 19:10
ইনফো সরকার প্রকল্পে লুটপাট হয়েছে

ইনফো সরকার- ১, ২ ও ৩ জনগণের ট্যাক্সের টাকায় বানানো। এগুলোতে বিশেষ ব্যক্তি অথবা ব্যক্তি কোম্পানিকে টোটাল অথরিটি দেওয়া হয়েছে। তারা তাদের ব্যক্তিগত সম্পদের মতো সেগুলোকে ব্যবহার করেছে। অথচ এটা ব্যবহার করার কথা ছিল জেলা-উপজেলা পর্যায়ে। কিন্তু, বিগত সরকার গভর্নেন্স সিস্টেমের কথা বলে লুটপাট চালিয়েছে। কিছু কোম্পানিকে সুবিধা দেওয়া হয়েছে।  সবকিছু এক ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে। সবকিছু দলীয়করণ করা হয়েছে, বিটিআরসি এখনো আগের মতোই আছে। তবে অতীতে যারা লাইসেন্স পেয়েছে, তারা যেন মার্কেট আউট না হয় সে ব্যবস্থা করতে হবে। তারাও তো কর্মসংস্থান সৃষ্টি করেছে। একজন রাজনীতিবিদ হিসেবে আমি সেটা মনে করি।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের আয়োজনে রবিবার ‌জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা খাতে সংস্কার এর প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।