দক্ষিণ কোরিয়াতে ডিপসিক অ্যাপ ডাউনলোড স্থগিত

দক্ষিণ কোরিয়ার তথ্য সুরক্ষা সংস্থা সোমবার জানিয়েছে, চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ ডিপসিকের নতুন ডাউনলোড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি স্বীকার করেছে যে, তারা দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা সংক্রান্ত কিছু নিয়ম মানতে ব্যর্থ হয়েছে। খবর রয়টার্স।
দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন (পিআইপিসি) এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, অ্যাপের সেবার উন্নয়ন নিশ্চিত করা হলে এটি আবার চালু করা হবে।
গত শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যার ফলে নতুন করে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে না। তবে, ডিপসিকের ওয়েবসেবা দক্ষিণ কোরিয়ায় এখনো চালু রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
পিআইপিসি জানায়, চীনা এই স্টার্টআপ কোম্পানি সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় আইনি প্রতিনিধি নিয়োগ দিয়েছে এবং দেশটির তথ্য সুরক্ষা আইন পুরোপুরি মানতে না পারার বিষয়টি স্বীকার করেছে।
এদিকে, গত মাসে ইতালির তথ্য সুরক্ষা সংস্থা গারান্তে ডিপসিকের চ্যাটবট সেবায় নিষেধাজ্ঞা দিয়েছিল, কারণ প্রতিষ্ঠানটি তাদের গোপনীয়তা নীতির বিষয়ে উদ্বেগ দূর করতে ব্যর্থ হয়।
ডিপসিকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে, ডিপসিক নিয়ে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সরকারি দপ্তর পদক্ষেপ নেওয়ার পর, ৬ ফেব্রুয়ারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, চীন তথ্য নিরাপত্তা ও গোপনীয়তাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং আইন মেনে তা রক্ষা করে। তিনি আরও বলেন, বেইজিং কখনোই কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে আইন লঙ্ঘন করে তথ্য সংগ্রহ বা সংরক্ষণের নির্দেশ দেয় না।
ডিবিটেক/বিএমটি