ইউরোপ-আমেরিকার মতো দেশেও এমভিএনও চালুর প্রস্তাব

Feb 16, 2025 - 23:10
Feb 17, 2025 - 01:12
ইউরোপ-আমেরিকার মতো দেশেও এমভিএনও চালুর প্রস্তাব

টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা খাতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে রবিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন ও টিপ্যাপ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় বিগত সরকারে সময়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র যথাযথ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইআইজিএবি’র জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং আইএসপিএবি’র সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক। তিনি বলেছেন, ওই সময়ে প্রায় সবাই রাজনৈতিক আশীর্বাদপুষ্ট ছিলো। তখন রাজনৈতিক আশীর্বাদপুষ্ট কোম্পানিগুলোকে তারা বিভিন্ন সুযোগ সুবিধা করে দিয়েছে। ফলশ্রুতিতে একটি কোম্পানি মাল্টিপল লাইসেন্স নিয়েছে। এতে ক্যারিয়ার নিউট্রালিটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন লেয়ারে এতো লাইসেন্স দেয়া হলেও তারা ব্যবসায় পরিচালনায় আরোপিত বাধ্যকাতা (রোলআউট অবলিগেশন) কতটুকু প্রতিপালন করেছে তা দেখা হয়নি।  

এর ফলে মাঝারি ও ছোট উদ্যোক্তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারেননি বলে অভিমত ব্যক্ত করেন এই ইন্টারনেট ব্যবসায়ী। তিনি বলেন, বাংলাদেশে তিন হাজার আইএসপি লাইসেন্স আছে। এই ব্যবসার মাধ্যমে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই খাতে আমাদের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আছে। লাস্টমাইল ওভারহেড দিয়ে আমরা খুব চ্যালেঞ্জিং বিজনেস করছি। কস্ট অ্যানালাইসিস করে দেখা গেছে, আমাদের কিছুই থাকে না। শতভাগই খরচ করতে হয়। এভাবেই আমরা এই ব্যবসায়টিকে একটি সোশ্যাল বিজনেস পর্যায়ে নিয়ে গেছি। কর্মসংস্থান তৈরি করছি। বেকারত্ব দূর করছি। পৃথিবীর সবেচেয়ে কম মূল্যে, ৫০০ টাকায় ৩০-৪০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ব্রডব্যান্ড দিচ্ছি। 

নতুন আইআইজি লাইসেন্সে পলিসিতে মাইগ্রেশন ও ট্রান্সফরমেশনের সুযোগ সৃষ্টি করার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ব্যাবসায়ে আসন্ন বাধা নিয়েও শঙ্কা প্রকাশ করেন সাইফুল ইসলাম সিদ্দিক।

তিনি বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, মোবাইল অপারেটররা ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এটি কোনোমতেই উচিত হবে না। কেননা, সরকার তাদের মোবাইল  ব্যবসায়ের জন্য লাইসেন্স দিয়েছে। ফিক্সব্রডব্যান্ড সার্ভিসের এখতিয়ার আইএসপি’দের। আমরা কখনোই এমএনওরা সরাসরি এই খাতে ব্যবসায় করুক তা চাইবো না। কেননা, তাদের কাছে মোবাইল সেবা থাকায় তারা যদি বান্ডেল সার্ভিস অফার করে তাহলে তো আমাদের কোনো ব্যবসাই থাকবে না। কিন্তু আপনারা যদি ইউরোপ ও আমেরিকার দিতে তাকান, সেখানে আইএসপি’রা এমভিএনও হয়ে যায়। তারা এমভিএনও হয়ে মোবাইল সার্ভিসটা দেয়। সরকার এই সুযোগ উন্মোচন করতে পারে। তখন আইএসপি’রা ট্রিপল প্লে’র সঙ্গে মোবাইল সার্ভিসও অফার করতে পারবে।