শীতলক্ষ্যায় অপো রেনো সিরিজের ফোরজি ও ৫জি এআই ফোন উন্মোচন

৯ ফেব্রুয়ারি, ২০২৫  
শীতলক্ষ্যায় অপো রেনো সিরিজের ফোরজি ও ৫জি এআই ফোন উন্মোচন

রবিবার। ‌ সূর্য তখন মধ্য গগনে। পূর্বাচলের শিমুলিয়া থেকে নরসিংদীর ঘোড়াশাল। শীতলক্ষ্যায় থেকে গৌরনদী। নদীপথেই রেনো সিরিজের এআই প্রযুক্তির নতুন ফ্লাগশিপ ফোন অবমুক্ত করল অপ বাংলাদেশ। নৌপথেই পানির সাথে খেলল ফ্লাগশিপ ফোনটি। দেখানো হলো কৃত্রিম বুদ্ধিমত্তায় কতটা সহজ হবে ছবি বা ভিডিও এডিটিং; এমনকি অফিসের কাজ।

গণমাধ্যম কর্মীদের নিয়ে রিভার ক্রুজে দেখানো হলো রেনো ১৩ ফোরজি এবং ফাইভ জি’র প্রযুক্তি নান্দনিকতা।

নৌ-কর্মশালায় পানিভর্তি জারে চুবিয়ে রাখা হলো নতুন ফোন। পানির নিচে চললো ভিডিও রেকর্ডিং। সেশনে অপ বাংলাদেশের পণ্য ব্যবস্থাপক এম এ রাকিব জানালেন, সাধ্যের মধ্যেই স্বপ্নের এই ফোনটিতে মিলবে অভিজাত ব্র্যান্ডের সব সুবিধা।

শূককিট থেকে দৃষ্টিনন্দন প্রজাপতি যেমনটা সবার নজর কাড়ে তেমনি নতুন ফোনটিও গ্রাহককে চমকিত করবে বলেই মনে করছেন তিনি। রাকিব বললেন, পানির নিচের ফোটোগ্রাফির ছড়াছড়ি দেখা যাবে সোশ্যাল মিডিয়ায়। ২ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত লাইভ ভিডিও ব্রডকাস্ট করতে পারবে। এক্ষেত্রে পানির ঘনত্ব বুঝে মোবাইলটি তার ক্যামেরার আলোকে প্রয়োজন মত নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি এরা এর কারণে দেশ থেকে আগের এবং পরের ছবি ক্যাপচার করতে পারে। ফোনটি বাজারে ছাড়া হচ্ছে তিন এবং গ্রাফাইট গ্রে রঙে।

এ সময় অপো বাংলাদেশের গণমাধ্যম মুখপাত্র নাজমুস সাকিব, অপাস ব্যবস্থাপক আল‌ আমিন মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।