ডিজিটাল জালিয়াতি রোধে নতুন ডোমেইনে যাচ্ছে ভারতের ব্যাংকগুলো

ডিজিটাল লেনদেনে প্রতারণা রোধে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আগামী এপ্রিলে ব্যাংকগুলোর জন্য একটি বিশেষ ডোমেইন “.bank.in” চালু করতে যাচ্ছে। এটি অনলাইন ব্যাংকিংয়ে গ্রাহকদের বিশ্বাস বাড়াতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। খবর টেকক্রাঞ্চ।
ভারতের রিজার্ভ ব্যাংকের (আরবিআই) ঘোষণায় জানানো হয়েছে, ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ব্যাংকিং টেকনোলজি (আইডিআরবিটি) এই নতুন ডোমেইনের একমাত্র নিবন্ধন কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে। পাশাপাশি, “fin.in” নামে আরেকটি পৃথক ডোমেইন চালু করা হবে, যা ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ থাকবে।
আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, “ডিজিটাল লেনদেনে প্রতারণার ঘটনা ক্রমেই বাড়ছে, যা আমাদের জন্য বড় উদ্বেগের বিষয়। নতুন ডোমেইন ব্যবস্থা সাইবার নিরাপত্তা ঝুঁকি কমাবে এবং ফিশিংয়ের মতো প্রতারণামূলক কার্যক্রম প্রতিরোধে সহায়তা করবে।”
ভারতে ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে জালিয়াতি ও প্রতারণামূলক ঋণ প্রদানকারী অ্যাপের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক নতুন এই ব্যবস্থা গ্রহণ করছে।
আরবিআই জানিয়েছে, নতুন উদ্যোগের জন্য ব্যাংকগুলোর কাছে শিগগিরই বিস্তারিত নির্দেশিকা পাঠানো হবে। এই পদক্ষেপ গ্রাহকদের প্রকৃত ব্যাংকিং ওয়েবসাইট শনাক্ত করতে এবং ভুয়া ওয়েবসাইট থেকে নিরাপদ থাকতে সহায়তা করবে।