জার্মানিতে অফিস খুলছে ওপেনএআই

জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জার্মানিতে নতুন অফিস চালুর ঘোষণা দিয়েছে। শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, প্রতিষ্ঠানটি আগামী কয়েক মাসের মধ্যে মিউনিখে তাদের কার্যক্রম শুরু করবে। খবর টেকক্রাঞ্চ।
ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক বিবৃতিতে বলেন, “জার্মানি প্রযুক্তিগত দক্ষতা, অ্যাকাডেমিক উৎকর্ষতা এবং শিল্প উদ্ভাবনের জন্য বিখ্যাত। সেখানে আমাদের প্রথম অফিস চালুর মাধ্যমে আরও বেশি মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা কাজে লাগাতে সহায়তা করতে পারবো।”
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ওপেনএআই ২০২৩ সাল থেকেই জার্মান কর্তৃপক্ষের সঙ্গে একটি স্যাটেলাইট অফিস চালুর বিষয়ে আলোচনা চালিয়ে আসছিল। ইউরোপে ওপেনএআই-এর সবচেয়ে বেশি ব্যবহারকারী, পেইড সাবস্ক্রাইবার এবং এআইএপিআই ডেভেলপার রয়েছে জার্মানিতেই।
প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র টেকক্রাঞ্চকে জানান, প্রাথমিকভাবে গো-টু-মার্কেট, গ্লোবাল অ্যাফেয়ার্স এবং যোগাযোগ সংশ্লিষ্ট পদে নিয়োগ দেওয়া হবে। তবে কতজন কর্মী নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সান ফ্রান্সিসকোভিত্তিক এই প্রতিষ্ঠান ইতোমধ্যেই প্যারিস, ব্রাসেলস এবং ডাবলিনে অফিস খুলেছে এবং ইউরোপে তাদের কার্যক্রম দ্রুত সম্প্রসারণ করছে। এবার জার্মানির দক্ষিণাঞ্চলে অফিস চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি সেখানে আরও কার্যকর উপস্থিতি নিশ্চিত করতে চায়।