সনোসের ২০০ কর্মী ছাঁটাই, আসছে নতুন সেট-টপ বক্স

প্রিমিয়াম অডিও হার্ডওয়্যার নির্মাতা সনোস বুধবার এক চিঠিতে ঘোষণা দিয়েছে যে, তারা ২০০ কর্মী ছাঁটাই করেছে। গত আগস্টেও প্রতিষ্ঠানটি ১০০ কর্মী ছাঁটাই করেছিল। এই ছাঁটাই কোম্পানিটির সাম্প্রতিক অ্যাপ আপডেট সংক্রান্ত বিতর্কের পর ঘটল, যা ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছিল। খবর টেকক্রাঞ্চ।
সনোসের অন্তর্বর্তীকালীন সিইও টম কনরাড, যিনি আগে প্যান্ডোরার প্রথম সিটিও ছিলেন, চিঠিতে উল্লেখ করেছেন যে, কোম্পানির আকার বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ যোগাযোগ ব্যাহত হচ্ছে। তিনি লিখেছেন, “আমি দেখেছি, আমরা অতিরিক্ত স্তরের জটিলতার মধ্যে আটকে গেছি, যা সহযোগিতা ও সিদ্ধান্ত গ্রহণ কঠিন করে তুলেছে।”
এদিকে, বিলম্বের পর সনোসের নতুন সেট-টপ বক্স বা হোম হাব বাজারে আসার গুঞ্জন ছড়িয়েছে। “পাইনউড” কোডনামে থাকা এই ডিভাইস বর্তমানে বেটা পরীক্ষায় রয়েছে এবং ২০২৫ সালে বাজারে আসতে পারে। সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২০০ থেকে ৪০০ ডলারের মধ্যে।