‘সনাতনী’ গ্রুপের কবল থেকে জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট পুনরুদ্ধার

২৮ জানুয়ারি, ২০২৫  
‘সনাতনী’ গ্রুপের কবল থেকে জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট পুনরুদ্ধার

পাঁচা ঘন্টারও বেশি সময় ধরে ‘সাইবার ফোর্স সনাতনী’ নামের হ্যাকারদের কবলে ছিলো দেশের ক্রীড়াক্ষেত্রের নিয়ন্ত্রক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওয়েবসাইট। তবে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ৯টা নাগাদ এটি পুনরাদ্ধার করা হয়েছে। তবে হ্যাকাররা সাইটটির তেমন কোনো ক্ষতি করতে সক্ষম হয়নি বলে জানাগেছে।

এ দিন সকালে দেশের আরও ৭টি ক্রীড়া ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনএসসি। এরপর দুপুরে সরকারি ওয়েবসাইটটিতে প্রবেশ করে দেখা যায় হ্যাকিংয়ের শিকার হয়েছে এটি। তখন ওয়েবসাইটটির মূলপাতায় হ্যাকাররা একটি বার্তা ঝুলিয়ে দিয়েছিলো। সেখানে লেখা ছিলো, “সকল হিন্দু ও হিন্দু দেবদেবীদের সম্মান করুন। আমি দীর্ঘদিন ধরে দেখছি, কিছু মুসলিম আমাদের হিন্দু ধর্মকে অপমান করছে। আমি বলছি যে, হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হলে সরকারের সব ওয়েবসাইট হ্যাকড করা হবে। এবং আমি হিন্দুধর্মের অপমান/অবমাননা বন্ধ করতে চাই।”

ওয়েবসাইটটিতে হ্যাকিংয়ের দায় স্বীকার সম্বলিত বার্তা দিয়ে রেখে সাইবার ফোর্স সনাতনী নামের হ্যাকার গ্রুপটি- সাম্প্রদায়িক হিংস্রতা বন্ধ না হলে পর্যায়ক্রমে আরও সরকারি ওয়েবসাইট হ্যাক করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।

এ ব্যাপারে এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, তাদের ওয়েবসাইটটি দেখভাল করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। তাদের জানানোর পর তারাই ওয়েবসাইটটি পুণরুদ্ধার করেছে।