মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা সুশোভন বাছাড়

কলেজের টেস্ট পরীক্ষায় তৃতীয় স্থানে থাকলেও দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে দেশসেরা হয়েছেন খুলনার সুশোভন বাছাড়। রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে প্রকাশিত এ ফলাফলে খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুশোভন বাছাড় সর্বোচ্চ নম্বর ৯০.৭৫ পেয়ে প্রথম হয়েছেন।
সুশোভন বাছাড়ের বাবার নাম সুভাষ চন্দ্র বাছাড়। তার পরিবারসহ নগরীর বয়রা এলাকায় থাকেন। বাবা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। সুশোভন বাবা-মায়ের একমাত্র সন্তান।
অপরদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় মেধায় দ্বিতীয় হয়েছেন মো. সানজিদ অপূর্ব বিন সিরাজ চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার টেস্ট স্কোর ৯০ দশমিক ৫ এবং তার মেরিট স্কোর ১৯০ দশমিক ৫। আর তৃতীয় হওয়া যশোরের অভয়নগর উপজেলার শেখ তাসনিম ফেরদৌস শেখ আব্দুল ওয়াহাব কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় তাসনিমের স্কোর ৮৯ দশমিক ৫০।
এছাড়াও মেধা তালিকায় ৫ম স্থান অর্জন করেছেন হলিক্রস কলেজের সুমাইয়া জাহান। ষষ্ঠ স্থান অধিকার করেছেন নটরডেম কলেজের মো. আফতাব আহমেদ জয়। সপ্তম স্থান অধিকার করেছেন রাজশাহী কলেজিয়েট স্কুল এন্ড কলেজের মো. মারহামাতুল করিম।
অষ্টম স্থান অধিকার করেছেন নটরডেম কলেজের মো. ফাইজুর রহমান। নবম স্থান অধিকার করেছেন হলিক্রস কলেজের তাসনিমা তাবাসসুম এবং দশম স্থান অধিকার করেছেন পুলিশ লাইনস কলেজ, রংপুরের এস এম মুনতাসীর মোস্তাফিস।