প্রথমবারের মতো পুরো বছরের মুনাফা ঘোষণা স্পটিফাইয়ের

স্পটিফাই মঙ্গলবার তাদের চতুর্থ প্রান্তিকের আয় বিবরণী প্রকাশ করেছে, যেখানে প্রতিষ্ঠানটি তাদের ১৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পুরো বছরের জন্য মুনাফা অর্জনের ঘোষণা দিয়েছে। ২০২৪ অর্থবছরে কোম্পানির মোট পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন ইউরো (প্রায় ১.৫ বিলিয়ন ডলার), যেখানে শুধু চতুর্থ প্রান্তিকে আয় হয়েছে ৪৭৭ মিলিয়ন ইউরো (প্রায় ৫০৯ মিলিয়ন ডলার)। খবর টেকক্রাঞ্চ।
এছাড়া, স্পটিফাই গত প্রান্তিকে ৩.৫ কোটি নতুন মাসিক সক্রিয় ব্যবহারকারী যুক্ত করেছে, যা কোম্পানির ইতিহাসে চতুর্থ প্রান্তিকের জন্য সর্বোচ্চ প্রবৃদ্ধি। এই বৃদ্ধির ফলে মোট সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ৬৭৫ মিলিয়ন হয়েছে, যা আগের বছরের তুলনায় ১২% বেশি।
প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দাম দুই দফা বৃদ্ধির পরও স্পটিফাইয়ের সাবস্ক্রাইবার সংখ্যা ২৪০ মিলিয়ন থেকে বেড়ে ২৬৩ মিলিয়ন হয়েছে।
স্পটিফাই শিগগিরই হাইফাই বা “সুপার প্রিমিয়াম” সাবস্ক্রিপশন চালুর পরিকল্পনা করছে, যা বর্তমান প্রিমিয়াম সাবস্ক্রিপশনের তুলনায় ৫ ডলার বেশি (মাসিক ১৭ বা ১৮ ডলার) হতে পারে বলে জানিয়েছেন সিইও ড্যানিয়েল এক।
স্পটিফাইয়ের এই মুনাফা অর্জনের পেছনে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে করা নতুন মাল্টি-ইয়ার ডিস্ট্রিবিউশন চুক্তি বড় ভূমিকা রেখেছে। এই চুক্তির ফলে শিল্পীদের রয়্যালটি সুরক্ষিত থাকবে এবং ব্যবহারকারীদের জন্য নতুন কিছু সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।