পূর্বাচলে ডিএসনক মিলনমেলা

১ ফেব্রুয়ারি, ২০২৫  
পূর্বাচলে ডিএসনক মিলনমেলা

বাহারি আয়োজনে রাজধানীর অদূরে পূর্বাচলের সি শেল পার্ক এন্ড রিসোর্টে বসেছে ঢাকা সাউথ নেটওয়ার্ক ওনার্স কমিউনিটির (ডিএসনক) বার্ষিক মিলনমেলা। শনিবার ঢাকা মহানগরীর দক্ষিণ অঞ্চলেরর ইন্টারনেট সেবাদাতাদের পাারিবারিক এই মিলনমেলার উদ্বোধন করেন আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া ও আইআইজিএবি সহ সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক।

এসময় ডিএসনক সভাপতি মীর মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক এসডি শাহীন উপস্থিত ছিলেন। কোরআন তেলওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয় মিলনামেলার। উদ্বোধনী বক্তব্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা খাতের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মিলনমেলায় ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি খোকো, পোলো এবং ডার্টস খেলতে দেখা যায় নানা বয়সী নারী-পুরষকে। এছাড়াও মিলনমেলার কেন্দ্রে রয়েছে ৮টি স্টল। সেখানে ইন্টারনেট সেবায় ব্যবহৃত সুইচ, অনু, ওএলটি, এসএফটি, স্লাইসার ইত্যাদি সরঞ্জামের প্রদর্শনী।

মিলন মেলায় আইএসপি ও আইআইজি মালিকদের সতস্ফূর্ত উপস্থি লক্ষ্য করা গেছে। সন্ধ্যায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে এই বার্ষিক মিলন মেলার।