দেশে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা ও এস২৫ প্লাসের ডেলিভারি শুরু হবে ফেব্রুয়ারির মধ্যভাগে

২৯ জানুয়ারি থেকে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ ডিভাইস গ্যালাক্সি এস২৫ আলট্রার প্রি-অর্ডার নেয়া শুরু করেছে স্যামসাং বাংলাদেশ। আর আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রি-অর্ডারের সুযোগ থাকছে, এবং এর পরের সপ্তাহ থেকে ডেলিভারি শুরু হবে।
গ্যালাক্সি এস২৫ আলট্রা প্রি-বুকে গ্রাহকরা ১২ হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন। এছাড়া রয়েছে ৩০ হাজার টাকা পর্যন্ত ট্রেড-ইন বোনাস, আর ১৫,হাজার টাকা পর্যন্ত ইএমআই ক্যাশব্যাক সুবিধা। স্যামসাংয়ের সহজ পেমেন্ট অপশন ব্যবহার করে ক্রেতারা সুদহীন ১২ মাসের ইএমআই, কিংবা বা ৩৬ মাস পর্যন্ত বর্ধিত ইএমআই সুবিধারও সুযোগ পাবেন। বিশেষ এই প্রি-অর্ডার সুবিধার মাধ্যমে গ্রাহকরা আকর্ষণীয় সাশ্রয় উপভোগ করতে পারবেন।
গ্যালাক্সি এস২৫ প্লাসের ক্ষেত্রেও প্রি-অর্ডার সুবিধা দিচ্ছে স্যামসাং। নেভি ও সিলভার শ্যাডো, এই দুইটি ফিনিশে নিয়ে আসা এস২৫ প্লাস (১২/২৫৬ জিবি) ডিভাইসটি এখন মাত্র ১ লাখ ৮১ হাজার ৯৯৯ টাকায় প্রি-বুক করা যাবে। এই মডেলেও ১০ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে স্যামসাং, সাথে রয়েছে ২০ হাজার টাকা পর্যন্ত ট্রেড-ইন বোনাস। এছাড়াও, সুদহীন ১২ মাসের ইএমআই সুবিধা এবং ৫হাজার টাকা পর্যন্ত ইএমআই ক্যাশব্যাক থাকছে। গ্রাহকরা প্রয়োজনে ৩৬ মাস পর্যন্ত ইএমআই পেমেন্ট সুবিধা বাড়িয়ে নিতে পারবেন।
এ বিষয়ে স্যামসাং ইলেকট্রনিক্স, এমএক্স ডিভিশন, বাংলাদেশ শাখার হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং-কমিউনিকেশন সৈয়দ মো. বদরুল আরেফীন বলেন, “আগামীর স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে নিজেদের এগিয়ে রাখতে চান, এমন ব্যবহারকারীদের জন্য বর্তমানের সেরা ডিভাইস হিসেবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা বাজারে নিয়ে এসেছে। এই স্মার্টফোন আপনার কল্পনার সকল সীমানা ছাড়িয়ে যেতে, এবং অতীতের প্রযুক্তিগত বাধা এড়িয়ে সৃজনশীলতার পূর্ণ বিকাশের সেরা সঙ্গী হতে পারে”।
আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রি-অর্ডারের সুযোগ থাকছে, এবং এর পরের সপ্তাহ থেকে ডেলিভারি শুরু হবে।