আইফোন লাইনআপে যুক্ত হতে পারে ‘আইফোন এয়ার’

অ্যাপলের পরবর্তী বড় আইফোন আপগ্রেডে একটি নতুন মডেল যুক্ত হতে চলেছে, যার নাম হবে ‘আইফোন ১৭ এয়ার’। ব্লুমবার্গের মার্ক গারম্যান এমনটাই জানিয়েছেন। খবর টেকক্রাঞ্চ।
আইফোন লাইনআপ প্রসারের জন্য এটি একটি স্বাভাবিক পদক্ষেপ বলে মনে হচ্ছে, কারণ অ্যাপল ইতোমধ্যেই ‘এয়ার’ নামটি ম্যাকবুক এবং আইপ্যাডের হালকা ও পাতলা মডেলগুলোর ক্ষেত্রে সফলভাবে ব্যবহার করেছে। ‘আইফোন প্লাস’ বা ‘মিনি’-এর তুলনায় ‘আইফোন এয়ার’ আরও আকর্ষণীয় হতে পারে।
গারম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৭ এয়ার হবে অ্যাপলের প্রথম স্মার্টফোন যেখানে নিজেদের তৈরি মডেম ব্যবহার করা হবে। এ মডেমটি প্রথমে এ বছরের বসন্তে নতুন আইফোন এসই মডেলে আত্মপ্রকাশ করবে।
এছাড়াও, আইফোন ১৭ এয়ার অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন হতে পারে। এটি বর্তমান আইফোনগুলোর তুলনায় ২ মিলিমিটার পাতলা হবে। এই ফোনটি অ্যাপলের ভবিষ্যতের ফোল্ডেবল আইফোন ও আইপ্যাড তৈরির দিকে একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ২০২৬ সাল বা তার পরে উন্মোচিত হতে পারে।
২০২৫ সালে অ্যাপলের অন্যান্য পণ্যগুলোর মধ্যে একটি স্মার্ট হোম হাবও বাজারে আসতে পারে বলে গারম্যান জানিয়েছেন। তবে তালিকায় অ্যাপলের মিক্সড রিয়েলিটি হেডসেট ‘ভিশন প্রো’-এর নতুন সংস্করণের উল্লেখ নেই।