নতুন এয়ারপডস প্রো ৩ বাজারে ছাড়ার পরই ছাড়ে বিক্রি শুরু

অ্যাপলের সর্বশেষ ইয়ারফোন এয়ারপডস প্রো ৩ বাজারে আসার কয়েক দিনের মধ্যেই ছাড়ে বিক্রি শুরু হয়েছে। অ্যামাজনে এর দাম রাখা হয়েছে ২৩৯ ডলার, যা ঘোষিত মূল্যের তুলনায় ১০ ডলার কম। খবর এনগ্যাজেট।
গত সপ্তাহে অ্যাপলের ‘অও ড্রপিং’ আইফোন ইভেন্টে উন্মোচিত এয়ারপডস প্রো ৩-কে বলা হচ্ছে কোম্পানির বছরের সবচেয়ে বড় আপডেট। এতে যুক্ত হয়েছে লাইভ ট্রান্সলেশন, হার্ট–রেট মনিটরিং, উন্নত শব্দমান ও দ্বিগুণ কার্যকর নয়েজ ক্যানসেলেশন সুবিধা। নতুন ফোম–ইনফিউজড ইয়ার টিপসের কারণে ফিট ও শব্দ বিচ্ছিন্নকরণ আরও উন্নত হয়েছে।
এয়ারপডস প্রো ৩ ব্যবহার করতে হলে আইফোনে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার থাকতে হবে। ভ্রমণের সময় তাৎক্ষণিক অনুবাদ ফিচার বিশেষ কাজে আসতে পারে। এ ছাড়া ব্যাটারি লাইফও বেড়েছে। অ্যাপলের দাবি, নয়েজ ক্যানসেলেশন চালু রেখে একটানা আট ঘণ্টা এটি ব্যবহার সম্ভব।
এছাড়া, ফিটনেস অ্যাপে ৫০ ধরনের ওয়ার্কআউটের সঙ্গে হার্ট–রেট ট্র্যাকিংয়ের সুবিধা থাকায় অ্যাপল ওয়াচ ছাড়াই ব্যায়ামের সময় স্বাস্থ্যপরিমাপ করা যাবে।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এয়ারপডস প্রো ৩ দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত একটি বড় আপডেট।
ডিবিটেক/বিএমটি