ইন্টারনেট বিভ্রাটের কবলে ভারত-পাকিস্তানসহ একাধিক দেশ

লোহিত সাগরে আন্ডারসি ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়ায় বিভিন্ন দেশে ইন্টারনেট সংযোগে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। ইন্টারনেট নজরদারি প্রতিষ্ঠান নেটব্লক্স জানিয়েছে, ভারত ও পাকিস্তানে সংযোগ সমস্যা দেখা দিয়েছে। খবর দ্য ভার্জ।
রবিবার বিকেলে মাইক্রোসফট জানায়, এশিয়া ও ইউরোপ অঞ্চলের ট্র্যাফিক যেগুলো মধ্যপ্রাচ্যের রুট হয়ে যায়, সেগুলোর জন্য নতুন করে রাউটিং আপডেট করা হচ্ছে। এতে অ্যাজিউর ব্যবহারকারীদের কিছু ক্ষেত্রে লেটেন্সি বেড়ে যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, আন্ডারসি ক্যাবল মেরামত অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ কাজ। গত বছরের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, যুদ্ধ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে লোহিত সাগরে এ ধরনের মেরামত আরও কঠিন হয়ে দাঁড়ায়।
এই ঘটনা আবারও প্রমাণ করছে, বৈশ্বিক ইন্টারনেট কাঠামো কতটা নাজুক এবং আঞ্চলিক সংকট কীভাবে বহু দেশের অনলাইন যোগাযোগে প্রভাব ফেলে।
ডিবিটেক/বিএমটি