কারাগারে জ্যামার ও পূজামন্ডপে আইপি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত

৪ সেপ্টেম্বর, ২০২৫  
কারাগারে জ্যামার ও পূজামন্ডপে আইপি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির নানামুখী ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচন ও শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কারাগারগুলোতে মোবাইল ফোন জ্যামার ব্যবহার, প্রতিটি কেন্দ্রে ভোটারদের প্রবেশ ও বেরহওয়ার পথে প্রযুক্তিভিত্তিক নিরাপত্তা ডিভাইস এবং পূজামন্ডপগুলোতে সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নাসিমুল গনি সভাপতিত্বে ৩ সেপ্টেম্বর, বুধবার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়নে আয়োজিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সভায় সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ কমিশনার, পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

বৈঠক সূত্রে প্রকাশ, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সারা দেশে অনুষ্ঠিতব্য দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে সিসি/আইপি ক্যামেরা স্থাপন ও ভিডিও ফুটেজ ইউএনও অফিস ও থানার সাথে সংযুক্ত থাকবে। দুর্গাপূজা উপলক্ষে জরুরি সেবা ৯৯৯-এ বিশেষ টিম গঠন করা হবে। আইনশৃঙ্খলাবাহিনীর কড়া নজরদারি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটনাকারী বা সম্প্রীতিবিরোধী কর্মকাণ্ডকারীদের বিরুদ্ধে নজরদারী বাড়ানো হবে। 

বৈঠকে চলমান আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে কারাগারে থাকা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ষড়যন্ত্রে অংশ নিচ্ছে বলে জানানো হয়।  আলোচনায় উঠে আসে কারাগারের অভ্যন্তরে মোবাইল ফোন ব্যবহার করে দলীয় কর্মীদের অস্থিরতা তৈরিতে প্রভাবিত করছে শীর্ষ নেতারা। এমনকি পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনার সাথেও যোগাযোগ রক্ষা করছে। এমন কর্মকাণ্ড ঠেকাতে দেশের কারাগারগুলোতে জ্যামার লাগিয়ে এই যোগাযোগ বিচ্ছিন্ন করতে সরকারের সরকারের নির্দেশনার কথা উছে আসে। 

জানাগেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ৮ সেপ্টেম্বর এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব পদক্ষেপ চূড়ান্ত করা হবে।