শিশুদের তথ্য সংগ্রহের অভিযোগে ১ কোটি ডলার জরিমানা দেবে ডিজনি

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) জানিয়েছে, শিশুদের ভিডিও থেকে তথ্য সংগ্রহের অভিযোগ মীমাংসায় ডিজনি ১ কোটি ডলার পরিশোধ করবে। খবর এনগ্যাজেট।
অভিযোগে বলা হয়, ইউটিউবে শিশুদের জন্য তৈরি কিছু ভিডিও সঠিকভাবে "মেড ফর কিডস" হিসেবে চিহ্নিত না করায় ১৩ বছরের কম বয়সী দর্শকদের তথ্য সংগ্রহ ও লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখানোর সুযোগ তৈরি হয়েছিল।
এফটিসির প্রস্তাবিত আদেশে ডিজনিকে ভবিষ্যতে ভিডিওগুলো সঠিকভাবে চিহ্নিত করতে একটি পর্যালোচনা প্রক্রিয়া গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
ইউটিউব ২০১৯ সালে ১৭ কোটি ডলারের মীমাংসার পর এ ট্যাগ চালু করেছিল। গত মাসেই গুগল একই ধরনের অভিযোগে ৩ কোটি ডলার জরিমানার মুখে পড়ে।
ডিবিটেক/বিএমটি