আহতদের জন্য মেট্রোরেলে বগি রিজার্ভ

বার্ন ইউনিটের হটলাইন ০১৯৪৯০৪৩৬৯৭; ৯৯৯ এ যুক্ত হচ্ছে সব বার্ন ইউনিট

২১ জুলাই, ২০২৫  
২১ জুলাই, ২০২৫  
বার্ন ইউনিটের হটলাইন ০১৯৪৯০৪৩৬৯৭;  ৯৯৯ এ যুক্ত হচ্ছে সব বার্ন ইউনিট

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জরুরী প্রয়োজনে ন‍্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর- ০১৯৪৯০৪৩৬৯৭। এই নম্বরে ফোন দিয়ে সেখানে ভর্তি ৬০ জন আহত শিক্ষার্থী সম্পর্কে জানা এবং রক্ত দেয়ার জন্য যোগাযোগ করা যাবে। 

তবে দগ্ধ শিক্ষার্থীদের সংক্রমণ ঝুঁকি কমাতে হাসপাতালে সরাসরি ভিড় না করার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান। 

এছাড়াও মিলিটারি রেস্কিউ ব্রিগেড  01769024202, সিএমএইচ বার্ন ইউনিট  01769016019, সিএমএইচ ইমার্জেন্সি  01769013311, মাইলস্টোন স্কুল প্রশাসনিক কর্মকর্তা  01814774132‬
ভাইস প্রিন্সিপাল  01771111766 এবং ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার  ৯৯৯ এ ফোন করে বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দিবে।

 দেশের সবগুলো বার্ন ইউনিটকে একটি মাত্র শর্টকোডে এবং ৯৯৯ এর ইমার্জেন্সি কল সেন্টারে যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।  এক শোকবার্তায় তিনি বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে ব্যথিত ও শোকাহত করেছে। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।” ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, জরুরি পরিস্থিতিতে মোবাইল অপারেটরদের সহায়তায় বার্ন ইউনিটের ইমার্জেন্সি নাম্বার গুলোকে সাময়িকভাবে টোল-ফ্রি করা হয়েছে। দেশের সবগুলো বার্ন ইউনিটকে একটি মাত্র শর্টকোডে এবং ৯৯৯ এর ইমার্জেন্সি কল সেন্টারে যুক্ত করতে কাজ করছে মন্ত্রণালয়৷ 

এদিকে সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার জানিয়েছেন, উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, উত্তরায় দুর্ঘটনায় এ পর্যন্ত ৬০ জন রোগী বার্ন ইনস্টিটিউটে এসেছে। বেশিরভাগ রোগীর শারীরিক অবস্থা গুরুতর। সবার চিকিৎসা চলছে।

এছাড়াও আহতদের মেট্রোরেলে বহনের জন্য নারী বগির পাশের বগি রিজার্ভ রাখা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যেসব হাসপাতালে আহতদের ভর্তির জন্য নেওয়া হবে তাদের জন্য মেট্রোরেলে বগি রিজার্ভ করাপুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তর জানায়, মাইলস্টোন কলেজে দুর্ঘটনায় আহতদের মেট্রোরেলে বহনের জন্য নারী বগির পাশের বগি রিজার্ভ রাখা হয়েছে।  

এই দুরঘটনায় মঙ্গলবার দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত-নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও উল্লেখ করা হয়।