ইসি’র ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’

১৬ জুলাই, ২০২৫  
১৬ জুলাই, ২০২৫  
ইসি’র ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’

নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) নিজেদের ওয়েবসাইট ধেকে সরিয়ে ফেলেছে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক জানান, কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরানো হয়েছে। তবে এই প্রতীকটি আপাতত নির্বাচন বিধিমালায় সংরক্ষিত থাকবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। ১৬ জুলাই,বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের অনানুষ্ঠানিক এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন সচিব।

আখতার আহমেদ বলেন, ‘নৌকা প্রতীক নিয়ে জনমনে কিছু দ্বিধা-দ্বন্দ্ব ও প্রশ্ন দেখা দিয়েছে। তাই বিভ্রান্তি দূর করতেই ওয়েবসাইট থেকে প্রতীকটি সাময়িকভাবে সরিয়ে রাখা হয়েছে। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, কমিশন মনে করেছে এটি সরানো যুক্তিসঙ্গত হবে।’

তবে ‘গেজেটে নৌকা প্রতীক এখনো বহাল রয়েছে। তিনি বলেন, ‘শিডিউলে নৌকা থাকবে, তবে সেটি সংরক্ষিত থাকবে—অর্থাৎ অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে না’-বলে তিনি নিশ্চিত করেন।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কোনো চাপে নয় , নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে রাখা হয়েছে শুধু বিভ্রান্তি এড়ানোর জন্য। এর বাইরে কোনো কারণ নেই। এ প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে সংরক্ষিত থাকবে। কিন্তু এটা কেউ ব্যবহার করতে পারবে না।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতীকসহ নিবন্ধন ফেরত পেয়েছে। এতে যে প্রজ্ঞাপন হয়েছে, তার আলোকে নাম ও প্রতীক ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, শাপলা প্রতীক তফসিলে যোগ হয়নি। এ নিয়ে কমিশন যদি সিদ্ধান্ত দেয়। তবে দেবে কি না, আমি জানি না।

এর আগে মঙ্গলবার রাতে ইসিকে উদ্দেশ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। তাতে তিনি লেখেন, ‘অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।’