'জিপি ওয়ান'-এ ওটিটি-গেইম-সুরক্ষা

১০ জুলাই, ২০২৫  
১০ জুলাই, ২০২৫  
'জিপি ওয়ান'-এ ওটিটি-গেইম-সুরক্ষা

বিনোদন, গেইম ও নিরাপত্তাকে একই প্লাটফর্মে আনলো দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন। দেশে প্রথমবারের মতো চালু হওয়া অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসের মাধ্যমে চরকি, হইচইসহ আরও নয়টি প্ল্যাটফর্মের সব ওটিটি কন্টেন্ট, পাঁচ হাজারের বেশি অনলাইন গেমসহ গেমিং প্ল্যাটফর্ম ইন্টিগ্রেটর ’ওয়ান গেমস’ এবং ম্যালওয়্যারের মতো অনলাইন ঝুঁকি মোকাবেলায় ডিজিটাল গেটওয়ে সুরক্ষায় জিপি শিল্ড’ নিয়ে চালু করলো গ্রামীণফোন ওয়ান।

 ১০ জুলাই, বৃহস্পতিবার ঢাকার লা মেরিডিয়ানে প্লাটফর্মটিব উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। এ সময় তার সঙ্গে ছিলেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক। 

উদ্বোধনীর শুরুতেই লেজার লাইটের আলোক প্রক্ষেপনের মাধ্যমে একে একে মঞ্চের স্ক্রিনে ভেসে ওঠে জিপি শিল্ড। এই পণ্যটি বিষয়ে আলোকপাত করেন জিপির চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ। হোস্ট অদিতির সঙ্গে আলাপে আলাপে জানালেন ব্যক্তি ও পেশাদার জীবনের পাশাশাপাশি ডিজিটাল ওয়ালেটকে র‌্যানসামওয়্যার, ম্যালওয়্যার ও ফিশিং থেকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দেয়া হয়। পরক্ষণেই আগের বছরের ঠিক একই সময়ে অবমুক্ত করা ‘আলো’ সিসি ক্যাম নির্ভর আইওটি সেবার কধা স্মরণ করিয়ে দেন সনেট। 

এরপর ভূতের নাচ শেষে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম জানান, জনে জনে সংযুক্তির মাধ্যমে সামাজিক ক্ষমতায়নে একটি ইকো সিস্টেম গড়ে তুলতে চান তারা। এ কারণেই আমরা গ্রামীণফোন ওয়ান এর মতো একটি প্লাটফর্ম ও প্রযুক্তি দিয়ে পার্টনারদের সক্ষম করে তুলছি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরীর, মোশাররফ করিম ও আরিফিন শুভ;র
মতো দাপুটে অভিনেতারা। ছিলেন রেদওয়ান রনি, রায়হান রাফি ও  শিহাব শাহীনের মতো নির্মাতারা। অনুষ্ঠানে মুগ্ধ দর্শক হিসেবে দেখা গেলো মিস ইউনিভার্স বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীকে। 

৫ হাজার গেইমার কমিউনিটি নিয়ে বেটা লঞ্চ করা হলো ওয়ান গেইম। 

আয়োজনের পাশের রুমেই ছিলো পার্টনার ও গণমাধ্যম প্রতিনিধিদের জন্য ইন্টারঅ্যাক্টিভ প্রোডাক্ট শো-কেস জোন। সেখানে প্রথমবারের মত গ্রামীণফোনের নতুন অফারগুলোর সরাসরি অভিজ্ঞতা নেয়ার সুযোগ পেয়েছেন তারা। এক্সপেরিয়েন্স সেন্টারে গ্রাহকদের চাহিদা পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের সহযোগে তৈরি গ্রামীণফোনের ভবিষ্যৎমুখী পণ্য ও সেবাগুলো দেখানো হয়েছে।

অনুষ্ঠানে গ্রামীণফোন থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান, চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশিদ, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। 

বক্তব্যে ইয়াসির আজমান বলেন, “বাংলাদেশের তরুণদের সীমাহীন সম্ভাবনায় গ্রামীণফোনের দৃঢ় আস্থা রয়েছে। ইতোমধ্যে একাগ্রতা ও ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে নিজেদের ভবিষ্যত গড়ে তুলছেন অসংখ্য ক্রিয়েটর, গেমার, ফ্রিল্যান্সার ও ড্রিমাররা। গ্রামীণ আবহ থেকে শুরু করে বৈশ্বিক প্ল্যাটফর্ম - সবক্ষেত্রে ক্যারিয়ার গড়ছেন, বিশ্ব জয় করছেন এবং এগিয়ে যাওয়ার ধারণাকে বদলে দিচ্ছেন তারা।’

তার ভাষায়, ’গ্রামীণফোন ওয়ান’ তাদের জন্যই তৈরি করা হয়েছে; এটি এমন এক শক্তিশালী ইকোসিস্টেম যা দ্রুত, নিরাপদ ও ক্ষমতায়নে সহায়ক সংযোগ নিশ্চিত করবে, যেটি হবে তাদের স্বপ্ন পূরণের পথে বিকল্পহীন সহযাত্রী। এটি শুধু প্রযুক্তির বিষয় নয়; এটি পরবর্তী প্রজন্মের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি যা তাদের আরো এগিয়ে নেবে”- যোগ করেন তিনি।