বিকাশ অ্যাপে মাসিক কিস্তিতেও ডিপিএস সুবিধা চালু

২৩ জুন, ২০২৫  
২৩ জুন, ২০২৫  
বিকাশ অ্যাপে মাসিক কিস্তিতেও ডিপিএস সুবিধা চালু

ছয় মাস মেয়াদী ‘সাপ্তাহিক’ ডিপিএস চালুর পর এবার ছয় মাস মেয়াদী ‘মাসিক’ ডিপিএস সেবা চালু করলো মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ফলে ঢাকা ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্সে বিকাশ অ্যাপ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে ডিপিএস খুলতে পারছেন এর গ্রাহক। 

২৩ ‍জুন, সোমবার বিকাশ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে ছয় মাস মেয়াদে ,০০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে ডিপিএস করতে পারছেন। উল্লেখ্য, বিকাশ অ্যাপের ডিপিএস সেবায় আস্থা রেখে গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এখন পর্যন্ত খুলেছেন ৪০ লাখের বেশি ডিপিএস।

নতুন ডিপিএস খুলতে বিকাশ অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ রেখে অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ আইকনে ট্যাপ করে ‘নতুন সেভিংস খুলুন’-এ ক্লিক করতে হবে। সেভিংসের ধরন থেকে ‘সাধারণ সেভিংস’ বেছে নিয়ে এবং সেভিংস-এর মেয়াদ ৬ মাস বাছাই করে প্রতি মাসে যে পরিমাণ টাকা জমাতে ইচ্ছুক তা (২০০০, ৫০০০, ১০০০০, বা ২০০০০ টাকা) নির্বাচন করতে হবে। পরের ধাপে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের তালিকা থেকে পছন্দ অনুযায়ী আইডিএলসি ফাইন্যান্স অথবা ঢাকা ব্যাংক নির্বাচন করতে হবে।