ফেডএক্সের প্রতিষ্ঠাতা ফ্রেডারিক স্মিথ আর নেই

বিশ্বব্যাপী বাণিজ্য ব্যবস্থায় বিপ্লব ঘটানো এবং যুক্তরাষ্ট্রের মেমফিস শহরকে বৈশ্বিক লজিস্টিকসের কেন্দ্রে রূপান্তরিত করা ফেডএক্স প্রতিষ্ঠাতা ফ্রেডারিক ডব্লিউ. স্মিথ আর নেই। ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর ডেইলি মেমফিয়ান।
স্মিথ ১৯৪৪ সালের ১১ আগস্ট মার্কিন মিসিসিপির মার্কসে জন্মগ্রহণ করেন। ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তার মাথায় আসে নির্ভরযোগ্য রাতারাতি ডেলিভারির ধারণা, যেটি থেকেই পরবর্তীতে জন্ম নেয় ফেডএক্স। যদিও সেই ধারণার জন্য তিনি ক্লাসে পেয়েছিলেন মাত্র ‘সি’ গ্রেড।
১৯৭১ সালে তিনি ফেডএক্স প্রতিষ্ঠা করেন এবং ১৯৭৩ সালে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। শুরুর দিকে অনেক আর্থিক সংকট মোকাবিলা করতে হয়, এমনকি একবার লাস ভেগাসে জুয়া খেলে কোম্পানি চালিয়ে নেওয়ার জন্য অর্থ জোগাড় করেছিলেন স্মিথ।
আজ বিশ্বের অন্যতম বৃহৎ কুরিয়ার কোম্পানিতে পরিণত হওয়া ফেডএক্স কোভিড-১৯ মহামারির সময় ভ্যাকসিন পরিবহন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেমফিস শহরের অর্থনীতি, অবকাঠামো এবং কর্মসংস্থানে ফেডএক্সের প্রভাব বিশাল।
ফেডএক্স সিইও রাজ সুব্রামানিয়াম এক শোকবার্তায় বলেন, “তিনি শুধু প্রতিষ্ঠাতা নন, ছিলেন আমাদের সংস্কৃতির প্রাণ। তিনি একজন গর্বিত বাবা, নাতি-নাতনির দাদা, মেরিন, বন্ধু এবং সকলের জন্য প্রেরণার উৎস।”
ডিবিটেক/বিএমটি