শিক্ষার্থীদের ক্যালেন্ডার অ্যাপ ‘স্যাটার্ন’ কিনলো স্ন্যাপ

স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপ সম্প্রতি স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় ক্যালেন্ডার অ্যাপ ‘স্যাটার্ন’ অধিগ্রহণ করেছে। শুক্রবার স্ন্যাপ টেকক্রাঞ্চকে বিষয়টি নিশ্চিত করলেও আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি। খবর টেকক্রাঞ্চ।
খবরে বলা হয়, স্যাটার্ন একটি স্বতন্ত্র অ্যাপ হিসেবেই চালু থাকবে এবং এর প্রায় ৩০ জন কর্মী স্ন্যাপে যোগ দিচ্ছেন। ২০১৮ সালে প্রতিষ্ঠিত অ্যাপটি সময়সূচি শেয়ারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সংযোগ তৈরি করে।
শিক্ষার্থীরা ক্লাস, অনুশীলন, রিহার্সাল বা খেলাধুলার সময়সূচি বন্ধুদের সঙ্গে রিয়েল টাইমে শেয়ার করতে পারে। স্ন্যাপ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৮০% হাইস্কুলে স্যাটার্ন ব্যবহৃত হয়।
এই অধিগ্রহণের মাধ্যমে স্ন্যাপ তাদের অ্যাপে নতুন ধরনের ক্যালেন্ডারিং ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে, যা বাস্তবজগতে আরও বেশি সামাজিক সংযোগ তৈরিতে সহায়তা করবে।
ডিবিটেক/বিএমটি