১৬ জুলাই প্রথম জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম

১৫ জুন, ২০২৫  
১৫ জুন, ২০২৫  
১৬ জুলাই প্রথম জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম

বাংলাদেশকে নেশন অফ ইনোভেশন বানানোর লক্ষ্যে আগামী ১৬ জুলাই প্রথমবারের মতো জাতীয়ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোসিয়াম। ঢাকা ও চট্টগ্রামে দুইটি ভ্যেনুতে এই খাতের দেশেী-বেদেশী শিল্প উদ্যোক্তা-গবেষকদের নিয়ে অনুষ্ঠিত হবে এই সিম্পোজিয়াম। এছাড়াও দেশের বায়োটেক, ইলেকট্রনিক্স, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এবং রোবটিকস কাজ নিয়ে ১৬-১৮ জুলাই থাকছে বিয়ার (BEAR) সামিট ২০২৫। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির অ্যাপ্লিকেশনগুলো নিয়ে হবে এই সম্মিলন। তবে এখনো ভ্যেনু নির্ধারিত হয়নি। 

সম্মেলনের প্রস্তুতি হিসেবে আগামী ২৪ জুন সকাল ৮টায় বহুপক্ষীয় সভা করছেন আয়োজকরা। ঢাকা ও চট্টগ্রামে অবস্থানরত এই খাতের শিল্পউদ্যোক্তাদের অনলাইনে সংযুক্ত করা হবে বিকেলে। সভায় যোগ দিতে এরই মধ্যে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে দাওয়াত পাঠানো হয়েছে বলে জানাগেছে। সূত্রমতে, সম্মেলন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশী গবেষক। 

আয়োজন আহ্বায়ক কমিটিতে রয়েছেন পারডু বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগের অধ্যাপক মুহাম্মাদ মোস্তফা হোসাইন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ রেজওয়ান খান, ইউনিভার্সিটি অব মিসৌরি’র ইসিই বিভাগের প্রধান সৈয়দ কামরুল ইসলাম, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস এর ভাইস প্রেসিডেন্ট আনিসুল ইসলাম, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে’র ইইসিএস বিভাগের অধ্যাপক সাইফ সালাউদ্দিন, এনএক্সপি সেমিকন্ডাক্টর্স এর জ্যেষ্ঠ মুখ্য প্রকৌশলী ড. সায়ীদ বদরুদ্দৌজা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর  তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মাদ আনিসুজ্জামান তালুকদার।   

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (ICT Division), বিশ্বব্যাংক, EDGE প্রকল্প ও BIDA এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বৈজ্ঞানিক পোস্টার ও উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শনের সুযোগ পাবেন গবেষকরা। প্রদর্শনীতে রোবটিক্স বা সেন্সরযুক্ত হার্ডওয়্যার প্রোটোটাইপ, এআই সফটওয়্যার বা অটোমেটেড মডেল যেমন তুলে ধরা হবে। তেমনি জাতীয় সমস্যার সঙ্গে সম্পর্কিত সমস্যা, পদ্ধতি, ফলাফল ও বিশ্লেষণ নিয়ে এ১০ আকারের কাগজে পোর্ট্রেট ফরম্যাটে (৮৪.১ সেমি × ১১৮.৯ সেমি) চিত্র/ডায়াগ্রাম/গ্রাফ/রেফারেন্স দিয়ে সমাধানের চিত্রপট উপস্থান করবেন অংশগ্রহণ কারীরা। গত পাঁচ বছরে বিভিন্ন আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় বিজয়ী দলগুলো থাকছে প্রথম বারের মতো অনুষ্ঠিত এই সম্মেলনে।

ঈদের ছুটির আগ পর্যন্ত সম্মেলনে অংশ নিতে ৩৪৬ জন  নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন অধ্যাপক মুহাম্মাদ মোস্তফা হোসাইন। তিনি জানান, ইতিমধ্যেই ২১৭ জন স্বেচ্ছাসেবক হিসেবে অবদান রাখতে চেয়েছে ১২৪ জন পোস্টার এবং ডেমোতে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।