হাইওয়ে পুলিশের ‘হ্যালো এইচপি’ অ্যাপ ব্যবহারের আহ্বান

৫ জুন, ২০২৫  
৫ জুন, ২০২৫  
হাইওয়ে পুলিশের  ‘হ্যালো এইচপি’ অ্যাপ  ব্যবহারের আহ্বান

ভার্চুয়ালি দেশজুড়ে বিস্তৃত ৮টি আঞ্চলিক  হাইওয়ে পুলিশের আঞ্চলিক কার্যালয়ের প্রধানদের নিয়ে ‘হ্যালো এইচপি’ উদ্বোধন করলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা।  সড়ক দুর্ঘটনা কমাতে এবং মহাসড়কে চলাচলকারী যাত্রীদের নিরাপদে যাতায়াতের সুবিধা করে দিতে একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল উদ্যোগ বলে মনে করছেন হাইওয়ে পুলিশ। এ অ্যাপটি মূলত জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর একটি বিকল্প হিসেবেও কাজ করে।

৫ জুন (বৃহস্পতিবার) রাজধানীর উত্তরাস্থ হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টারের সম্মেলন কেন্দ্র থেকে এই অ্যাপটি উদ্বোধন করা হয়। উদ্বোধনীতে ভিডিও কনফারেন্সে অ্যাপসটির সেবাসমূহ নিয়ে আলোচনা করেন হাইওয়ে পুলিশ প্রধান। তিনি জানান, অ্যাপে থাকা জরুরী সাহায্য বাটন চেপে হাইওয়েতে যে কোনো পরিস্থিতিতে নিকটবর্তী হাইওয়ে পুলিশ টহল টিমের সাথে স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগ স্থাপন করা যাবে।  অ্যাপের জরুরী সাহায্য বাটনে চাপ দিলে নিকটবর্তী টহল টিম সেবাগ্রহিতার কলটি গ্রহণ করবে। কোন কারনে তিনি গ্রহণ না করলে কলটি পরবর্তী নিকটতম টহল টিমের নিকট স্থানান্তরিত হবে। পাশাপাশি মহাসড়কে সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্যের যেমনঃ রাস্তা-ঘাট বন্ধ, যানজট, বিকল্প রাস্তা ইত্যাদির লাইভ আপডেট মিলবে অ্যাপ থেকেই। এছাগাও ট্রাভেলার্স ম্যাপে হাইওয়ে থানা, লোকাল থানা, ফায়ার স্টেশন, হাসপাতাল, ফিলিং স্টেশন, ওয়ার্কসপ, রেস্টুরেন্ট, পশুর হাট ইত্যাদির লোকেশন ও মোবাইল নম্বর পাওয়া যাবে।

হাইওয়ে পুলিশের Hello HP অ্যাপ ব্যবহার করার অনুরোধ করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা। এখানে ক্লিক করে অ্যপাটি ডাউনলোড করা যাবে। 


উদ্বোধনী অনুষ্ঠানে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স  এর ডিআইজি (প্রশাসন)ইমতিয়াজ আহমেদ,, ডিআইজি (অপারেশনস্) মোঃ শফিকুল ইসলাম, ডিআইজি (পূর্ব) হাবিবুর রহমান খান. ডিআইজি (পশ্চিম) মো: আবুল কালাম আজাদ. ডিআইজি (দক্ষিণ) রখফার সুলতানা খানম, ডিআইজি (কমান্ড্যান্ট) সালমা বেগম,অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন) মো: শামসুল আলম, অ্যাডিশনাল ডিআইজি (ইনোভেশন) অ্যাডিশনাল ডিআইজি (ইনোভেশন) ফরিদা ইয়াসমিন, অ্যাডিশনাল ডিআইজি(ট্রেনিং) মো: এনামুল কবির, অ্যাডিশনাল ডিআইজি (পশ্চিম) মুনতাসিরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (দক্ষিণ) নাবিলা জাফরিন রীনা প্রমুখ উপস্থিত ছিলেন।  
এদিকে হাইওয়ে পুলিশের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অ্যাপসটি উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ফরিদপুর আঞ্চলিক হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান এর সভাপতিতে বক্তব্য দেন জেলা বাস মালিক গ্রুপের সদস্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা, স্থানীয় সাংবাদিকসহ হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তারা। 

একইভাবে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডি আই জি মীর মোদাচ্ছের হোসেন, এডিশনাল ডি আই জি মো. খাইরুল আলম, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান। 

সিলেটে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বরে গ্রীণ লাইন কাউন্টারে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, এসএমপি সিলেটের এডিসি ট্রাফিক রাখী রানী দাস, তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেট জেলা টিআই প্রশাসন মোঃ মুহিবুল ইসলাম, এসএমপি সিলেটের টিআই প্রশাসন মোঃ শফিকুল ইসলাম, টিআই মোশাররফ, টিআই নূর হোসেন প্রমুখ।
এছাড়াও গাজীপুর, মাদারীপুর, খুলনা, রংপুর ও ময়মনসিংয়ের হাইওয়ে পুলিশ রিজিয়নের এসপিরা উদ্বোধনীতে সংযুক্ত ছিলেন। একইসঙ্গে স্থানীয় ভাবে অ্যাপটি বিষয়ে সচেতনতায় সভা করেছেন তারা।  
প্রসঙ্গত, মহাসড়কের সুরক্ষা ও নিরাপত্তায় হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ২৫০ কি.মি এলাকায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন ভিডিও সার্ভিলেন্স ক্যামেরা লাগানো হয়েছে। কেন্দ্রীয়ভাবে এগুলো সর্বক্ষণিক মনিটর করা হচ্ছে।  এছাড়াও মহাসড়কে দায়িত্বালনকারী পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহার করছেন হাইওয়ে পুলিশের ৪০০ জন টিম ইনচার্জ।