শিক্ষা-স্বাস্থ ও কৃষিতে ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করবে
বাংলাদেশে ফেসবুক-গুগল’র অফিস খোলার উদ্যোগ নেবে বিএনপি

ক্ষমতায় গেলে ১৮০ দিনের কর্ম পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে ফেসবুক, গুগল, ইউটিউবসহস সোশ্যাল প্ল্যাটফর্মের অফিস খোলার উদ্যোগ গ্রহণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এছাড়াও প্রাথমিকেই টেকনিক্যাল ট্রেড কোর্স চালু, ক্যাম্পাস থেকে উদ্যোক্তা সৃষ্টি, কৃষিতে ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, স্বাস্থ্য কর্মীদের জন্য স্পেশাল টেকনিক্যাল ট্রেনিং এবং কৃষির উন্নয়নে এলাকাভিত্তিক ডাটাবেস তৈরিসহ প্রযুক্তি বান্ধব বেশ কিছু উদ্যোগ নেবে বিএনপি।
বুধবার (৪ জুন) বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ক্ষমতায় গেলে ১৮০ দিনের কর্ম পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরে দলের পক্ষ থেকে এসব তথ্য জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলের এ অবস্থান তুলে ধরতে এই সংবাদ সম্মেলন হলেও সেখানে নিজেরা ক্ষমতায় গেলে কী করবেন সে বিষয়টিই তিনি তুলে ধরেন লিখিত পাঠে। ঈদের পরে এই কর্মপরিকল্পনা বিস্তারিত প্রকাশ করবে বিএনপি।
সংবাদ সম্মেলনে আমির খসরু জানান, প্রাথমিক শিক্ষায় বহুভাষা শেখানোর বিষয় যুক্ত করা এবং সরকারি ব্যবস্থাপনায় নানা ধরনের স্বল্পমেয়াদী টেকনিক্যাল ট্রেড কোর্স চালু করবে বিএনপি। একইসঙ্গে প্রাথমিক শিক্ষার শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি জেলা পর্যায়ে কলেজে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকীকরণ করতে প্রতিযোগিতা মূলক সিডস ফান্ডিং ও ইনোভেশন গ্র্যান্ট প্রদান করা হবে।
ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সচল, ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও জনশক্তি রফতানির ব্যবস্থা নিশ্চিত করা হবে।
এছাড়াও এলাকাভিত্তিক ডাটাবেস তৈরি করা হবে। কৃষকের জমির ও উৎপাদিত ফসলের পরিমাণের তথ্য-উপাত্ত নির্ণয় করে টার্গেটেড পলিসি সাপোর্ট দেওয়া হবে। কৃষকের নামে জমির পরিমাণ ও খতিয়ানসহ প্রয়োজনীয় তথ্যসংবলিত ‘ফার্মার্স কার্ড’ চালু করা হবে।
তথ্যপ্রযুক্তি খাত এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে আমির খসরু জানান— বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নের জন্য দেশব্যাপী প্রোডাকশন ফেসিলিটি, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ট্রেনিং প্রোগ্রাম হাতে নেওয়া হবে। তারা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে পণ্য বিশ্বব্যাপী বিক্রি করতে সক্ষম হবেন।
নগর পরিকল্পনার প্রস্তাবে ট্রাফিক সমস্যার সমাধানে দেশ-বিদেশের বিশেষজ্ঞ সমন্বয়ে অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হবে। ট্রাফিক লাইটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের পাশাপাশি ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, জনগণের সচেতনতা বৃদ্ধি, লেইন-ভিত্তিক যানবাহন প্ল্যান ইত্যাদি উদ্ভাবনী সমাধান বাস্তবায়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।
পরিকল্পনায় আরো জানানো হয়, ফ্রিল্যান্সার তরুণ-যুবকদের সুবিধার্থে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশে পেপাল এবং অন্যান্য পেমেন্ট মেথডসহ ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং ডাটা প্রসেসিংকে উৎসাহিত করার জন্য জেলা পর্যায়ে যোগ্যতাভিত্তিক প্রশিক্ষণ প্রোগ্রাম এবং মানব সম্পদ উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন শ্যামল, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।